সমথর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমথর রাজ্য
समथर
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৬০–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত সমথর রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৪৬১ বর্গকিলোমিটার (১৭৮ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩৩,৪৭২
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৬০
১৯৫০
পূর্বসূরী
উত্তরসূরী
মারাঠা সাম্রাজ্য
ভারত

সমথর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ মধ্য ভারত এজেন্সিতে অবস্থিত এই রাজ্যটি বুন্দেলখণ্ড এজেন্সির অংশ হিসাবে প্রশাসনিক কার্য নির্বাহ হতো৷ রাজ্যটি রাজধানী ও সদর দপ্তর ছিলো সমথর শহরে, এটি বুন্দেলখণ্ডের বর্তমান ঝাঁসি জেলার সমতল অংশে পহূজবেতোয়া নদীর সংযোগস্থলে অবস্থিত৷

রাজ্যটির প্রতিষ্ঠাতা রণজিত সিং ১৭৬০ খ্রিস্টাব্দে মারাঠাদের রাজ্য বিস্তার সময়কালীন স্থানীয় সুবেদারের দুর্বলতার সুযোগে রাজ্যটিকে একটি স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করলে মারাঠা তাকে ওই রাজ্যের রাজা হিসেবে মেনে নেন, যদিও রাজ্যটি মারাঠাদের সামন্ত রাজ্যে পরিণত হয়। ১৮১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশরা সমথরকে দেশীয় রাজ্য হিসেবে মর্যাদা দেন। [১] ১৮৬২ খ্রিস্টাব্দে অপুত্রক রাজার দত্তকপুত্র গ্রহণের সনদ বের হলে এই রাজ্যটি দত্তক পুত্র গ্রহণের অধিকার পায়। ১৮৮৪ খ্রিস্টাব্দে রেললাইন নির্মাণের লক্ষ্যে রাজ্যের রাজা তার অঞ্চলের বেশ কিছু অংশ ব্রিটিশদের ছেড়ে দেন।[২]

শাসকবর্গ[সম্পাদনা]

সমথর দেশীয় রাজ্যের রাজা ছিলেন খটনা রাজবংশের গুর্জর শাসক, তারা ১৮৭৭ খ্রিস্টাব্দ থেকে মহারাজা উপাধিতে ভূষিত হতেন। রাজ্যটি ব্রিটিশদের থেকে ১১ তোপ সেলামীর সম্মান প্রাপ্ত হয়েছিলেন।[৩]

রাজা[সম্পাদনা]

  • ১৮১৭ - ১৮২৭ দ্বিতীয় রণজিত সিং
  • ১৮২৭ - ১৮৬৪ হিন্দুপথ সিং
    • ১৮৫৮ - ৩ ফেব্রুয়ারি ১৮৬৫ রানী .... (স্ত্রী) -রাজ প্রতিনিধি
  • ৩ ফেব্রুয়ারি ১৮৬৫ - ১৮৭৭ ছত্তর সিং

মহারাজা[সম্পাদনা]

  • ১৮৭৭ - ১৬ জুন ১৮৯৬ মহারাজা ছত্তর সিং
  • ১৭ জুন ১৮৯৬ - ৯ অক্টোবর ১৯৩৫ মহারাজা বীর সিং (৩ জুন ১৯১৫ থেকে, স্যার মহারাজা বীর সিং)
  • ৯ অক্টোবর ১৯৩৫ – ১৫ আগস্ট ১৯৪৭ মহারাজা রাধাচরণ সিংহ

তথ্যসূত্র[সম্পাদনা]