বিষয়বস্তুতে চলুন

তোর প্রেমেতে অন্ধ হলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"তোর প্রেমেতে অন্ধ হলাম"
সত্তা (অরিজিনাল মোশন পিকচার্স সাউন্ডট্র‍্যাক) অ্যালবাম থেকে
বাপ্পা মজুমদার ফিচারিং জেমস কর্তৃক একক
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত৩০ মার্চ ২০১৭ (2017-03-30) (ভিডিও)
৩০ মার্চ ২০১৭ (2017-03-30) (একক)
বিন্যাসসিডি একক, লিগেল ডিজিটাল ডাউনলোড
রেকর্ডকৃত৩ আগস্ট ২০১৪[]
ধারা
দৈর্ঘ্য:১২
লেবেল
  • কিনেটিক নেটওয়ার্ক
লেখকসোহানী হোসেন
সুরকারবাপ্পা মজুমদার
গীতিকারসোহানী হোসেন
প্রযোজকতরঙ্গ এন্টারটেইনমেন্ট
সত্তা (অরিজিনাল মোশন পিকচার্স সাউন্ডট্র‍্যাক) track listing
  1. "তোর প্রেমেতে অন্ধ হলাম"
  2. "অনেক কথার ভিড়ে"
  3. "না জানি কোন অপরাধে"
  4. "তবু আবার ঘর বাঁধিলাম"
  5. "আমি তোকে চাই"
  6. গুলিস্তানের মোড়"
  7. "রাজা বদল"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "তোর প্রেমেতে অন্ধ হলাম"

তোর প্রেমেতে অন্ধ হলাম হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জেমসের গাওয়া একটি প্রণয়ধর্মী গান। এটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র সত্তার অন্তর্ভুক্ত। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার এবং এর নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানের গীত রচনা করেছেন সত্তা চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন এবং অভিনয় করেছেন শাকিব খানপাওলি দাম[][] গানটির জন্য জেমস ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পটভূমি

[সম্পাদনা]

২০১৪ সালের ৩ আগস্ট "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানটি কাইনেটিক নেটওয়ার্কের ব্যানারে রেকর্ড করেন জেমস।[]

মুক্তিলাভ ও প্রতিক্রিয়া

[সম্পাদনা]

"তোর প্রেমেতে অন্ধ হলাম" গানটি কাইনেটিক নেটওয়ার্কের ব্যানারে ডেয়কো-এর ইউটিউব চ্যানেলে মুক্তি ২০১৭ সালের ৩০ মার্চ। ২০১৭ সালের ২০ আগস্ট মাস পর্যন্ত গানটি ১ কোটিরও বেশিবার দেখা হয়।[][][]

ইতিহাস

[সম্পাদনা]

গানটি গেয়েছেন জেমস ও সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। জেমস এর আগে ১৯৯৭ সালে একই সঙ্গীতপরিচালকের সুরে "সুরের টানে" শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।[][]

মূল্যায়ন ও পুরস্কার

[সম্পাদনা]
  • এবিসি রেডিও কর্তৃক ২০১৭ সালে প্রচারিত সেরা ৫০ গানের তালিকার ১ নম্বরে স্থান দখল করে নেয় "তোর প্রেমেতে অন্ধ হলাম"।[]
  • দ্য ডেইলি স্টার কর্তৃক প্রকাশিত "২০১৭ সালে ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান" তালিকার তিন নম্বর স্থান পায় "তোর প্রেমেতে অন্ধ হলাম"।[]

গানটি গীতিকার, সঙ্গীত পরিচালক ও সেরা গায়ক বিভাগে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করে। যার তালিকা নিম্নরূপ-

পুরস্কার প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সুত্র
মেরিল-প্রথম আলো পুরস্কার ৩০ মার্চ ২০১৮ শ্রেষ্ঠ গায়ক জেমস বিজয়ী []
[১০]
গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ১৬ নভেম্বর ২০১৮ শ্রেষ্ঠ গীতিকার সোহানী হোসেন [১১]
বাচসাস পুরস্কার ৫ এপ্রিল ২০১৯ শ্রেষ্ঠ সংগীত পরিচালক বাপ্পা মজুমদার [১২]
[১৩]
[১৪]
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ) জেমস
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৭ নভেম্বর ২০১৯ শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী [১৫]
[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাপ্পার সুরে ছবির গানে জেমস"প্রথম আলো। ৪ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "জেমসের গান, শাকিবের অভিনয় (ভিডিও)"বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  3. "জেমসের গানে শাকিব, ইউটিউবে ১ কোটি শ্রোতা!"প্রথম আলো। ২৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  4. "এবার জেমসের গান ১ কোটির ঘরে"চ্যানেল আই অনলাইন। ২০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  5. সংবাদদাতা, নিজস্ব (২০ আগস্ট ২০১৯)। "ইউটিউবে ১ কোটি ছাড়াল পাওলি-শাকিবের 'সত্তা'র গান"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  6. "বাপ্পার সুরে জেমস"প্রথম আলো। ৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  7. "জনপ্রিয়তার কথা ভেবে গান করি না"প্রথম আলো। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  8. "ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান"দ্য ডেইলি স্টার। ৩১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  9. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  10. "জেমসের কণ্ঠের গান দুবাইয়েও সেরা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭ 
  11. "সত্তা'র গানে 'সেরা গীতিকার' সোহানী"চ্যানেল আই অনলাইন। ১৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  12. "বর্ণাঢ্য আয়োজনে বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার"www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  13. "বাচসাসের সুবর্ণজয়ন্তীতে নানা আয়োজন"দৈনিক যুগান্তর। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  14. "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  15. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  16. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা নায়ক শাকিব খান ও শুভ"দৈনিক যুগান্তর। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]