তোর প্রেমেতে অন্ধ হলাম
"তোর প্রেমেতে অন্ধ হলাম" | ||
---|---|---|
সত্তা (অরিজিনাল মোশন পিকচার্স সাউন্ডট্র্যাক) অ্যালবাম থেকে | ||
বাপ্পা মজুমদার ফিচারিং জেমস কর্তৃক একক | ||
ভাষা | বাংলা | |
মুক্তিপ্রাপ্ত | ৩০ মার্চ ২০১৭ ৩০ মার্চ ২০১৭ (একক) | (ভিডিও)|
বিন্যাস | সিডি একক, লিগেল ডিজিটাল ডাউনলোড | |
রেকর্ডকৃত | ৩ আগস্ট ২০১৪[১] | |
ধারা | ||
দৈর্ঘ্য | ৫:১২ | |
লেবেল |
| |
লেখক | সোহানী হোসেন | |
সুরকার | বাপ্পা মজুমদার | |
গীতিকার | সোহানী হোসেন | |
প্রযোজক | তরঙ্গ এন্টারটেইনমেন্ট | |
সত্তা (অরিজিনাল মোশন পিকচার্স সাউন্ডট্র্যাক) track listing | ||
| ||
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "তোর প্রেমেতে অন্ধ হলাম" |
তোর প্রেমেতে অন্ধ হলাম হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জেমসের গাওয়া একটি প্রণয়ধর্মী গান। এটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র সত্তার অন্তর্ভুক্ত। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার এবং এর নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানের গীত রচনা করেছেন সত্তা চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন এবং অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম।[১][২] গানটির জন্য জেমস ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
পটভূমি
[সম্পাদনা]২০১৪ সালের ৩ আগস্ট "তোর প্রেমেতে অন্ধ হলাম" গানটি কাইনেটিক নেটওয়ার্কের ব্যানারে রেকর্ড করেন জেমস।[১]
মুক্তিলাভ ও প্রতিক্রিয়া
[সম্পাদনা]"তোর প্রেমেতে অন্ধ হলাম" গানটি কাইনেটিক নেটওয়ার্কের ব্যানারে ডেয়কো-এর ইউটিউব চ্যানেলে মুক্তি ২০১৭ সালের ৩০ মার্চ। ২০১৭ সালের ২০ আগস্ট মাস পর্যন্ত গানটি ১ কোটিরও বেশিবার দেখা হয়।[৩][৪][৫]
ইতিহাস
[সম্পাদনা]গানটি গেয়েছেন জেমস ও সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। জেমস এর আগে ১৯৯৭ সালে একই সঙ্গীতপরিচালকের সুরে "সুরের টানে" শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।[১][৬]
মূল্যায়ন ও পুরস্কার
[সম্পাদনা]- এবিসি রেডিও কর্তৃক ২০১৭ সালে প্রচারিত সেরা ৫০ গানের তালিকার ১ নম্বরে স্থান দখল করে নেয় "তোর প্রেমেতে অন্ধ হলাম"।[৭]
- দ্য ডেইলি স্টার কর্তৃক প্রকাশিত "২০১৭ সালে ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান" তালিকার তিন নম্বর স্থান পায় "তোর প্রেমেতে অন্ধ হলাম"।[৮]
গানটি গীতিকার, সঙ্গীত পরিচালক ও সেরা গায়ক বিভাগে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করে। যার তালিকা নিম্নরূপ-
পুরস্কার | প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল | সুত্র |
---|---|---|---|---|---|
মেরিল-প্রথম আলো পুরস্কার | ৩০ মার্চ ২০১৮ | শ্রেষ্ঠ গায়ক | জেমস | বিজয়ী | [৯] [১০] |
গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড | ১৬ নভেম্বর ২০১৮ | শ্রেষ্ঠ গীতিকার | সোহানী হোসেন | [১১] | |
বাচসাস পুরস্কার | ৫ এপ্রিল ২০১৯ | শ্রেষ্ঠ সংগীত পরিচালক | বাপ্পা মজুমদার | [১২] [১৩] [১৪] | |
শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ) | জেমস | ||||
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ৭ নভেম্বর ২০১৯ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | [১৫] [১৬] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "বাপ্পার সুরে ছবির গানে জেমস"। প্রথম আলো। ৪ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জেমসের গান, শাকিবের অভিনয় (ভিডিও)"। বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "জেমসের গানে শাকিব, ইউটিউবে ১ কোটি শ্রোতা!"। প্রথম আলো। ২৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "এবার জেমসের গান ১ কোটির ঘরে"। চ্যানেল আই অনলাইন। ২০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ সংবাদদাতা, নিজস্ব (২০ আগস্ট ২০১৯)। "ইউটিউবে ১ কোটি ছাড়াল পাওলি-শাকিবের 'সত্তা'র গান"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "বাপ্পার সুরে জেমস"। প্রথম আলো। ৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জনপ্রিয়তার কথা ভেবে গান করি না"। প্রথম আলো। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ইউটিউবে শ্রোতাপ্রিয় শীর্ষ ১০ বাংলা গান"। দ্য ডেইলি স্টার। ৩১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জেমসের কণ্ঠের গান দুবাইয়েও সেরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- ↑ "সত্তা'র গানে 'সেরা গীতিকার' সোহানী"। চ্যানেল আই অনলাইন। ১৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "বর্ণাঢ্য আয়োজনে বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার"। www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- ↑ "বাচসাসের সুবর্ণজয়ন্তীতে নানা আয়োজন"। দৈনিক যুগান্তর। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- ↑ "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা নায়ক শাকিব খান ও শুভ"। দৈনিক যুগান্তর। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।