তিয়াগো হেরালনিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিয়াগো হেরালনিক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তিয়াগো হোসে হেরালনিক
জন্ম (2003-03-31) ৩১ মার্চ ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিয়ারিয়াল বি
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
এডিআইইউআর
২০১৮–২০২০ রিভার প্লেত
২০২০–২০২১ ভিয়ারিয়াল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১–২০২২ ভিয়ারিয়াল সি ২৯ (৬)
২০২২– ভিয়ারিয়াল বি (০)
জাতীয় দল
২০১৯ আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ (১)
২০২২– আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫৩, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৩, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তিয়াগো হোসে হেরালনিক (স্পেনীয়: Tiago Geralnik, স্পেনীয় উচ্চারণ: [tjˈaɣo xˌeɾalnˈik]; জন্ম: ৩১ মার্চ ২০০৩; তিয়াগো হেরালনিক নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব ভিয়ারিয়াল বি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, হেরালনিক আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তিয়াগো হোসে হেরালনিক ২০০৩ সালের ৩১শে মার্চ তারিখে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

হেরালনিক আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে ১০ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]