বিষয়বস্তুতে চলুন

তারা চাঁদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারা চাঁদ
সাংসদ, রাজ্যসভা
কাজের মেয়াদ
২২ আগস্ট, ১৯৫৭ - ২ এপ্রিল ১৯৬৮
নির্বাচনী এলাকামনোনীত
নির্বাচনী এলাকামনোনীত
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৮৮-০৬-১৭)১৭ জুন ১৮৮৮
শিয়ালকোট, পাঞ্জাব,ব্রিটিশ ভারত (বর্তমানে পাকিস্তান)
মৃত্যু১৪ অক্টোবর ১৯৭৩(1973-10-14) (বয়স ৮৫)
দাম্পত্য সঙ্গীশ্রীমতী মহা দেবী
সন্তান১ পুত্র ও ১ কন্যা
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট ষ্টিফেন কলেজ, দিল্লি
মিরাট কলেজ, মিরাট
কুইন্স কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাপ্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, অধ্যাপক, লেখক, শিক্ষাবিদ, কূটনীতিক
পুরস্কারপদ্মবিভূষণ (১৯৭০)

তারা চাঁদ (১৭ জুন ১৮৮৮ - ১৪ অক্টোবর ১৯৭৩) ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ। ভারতের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি বিশেষজ্ঞ তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৪০-এর দশকে উপাচার্যের দায়িত্ব পালন করেন। []

জীবনী

[সম্পাদনা]

তারা চাঁদের জন্ম ১৮৮৮ খ্রিস্টাব্দের ১৭ জুন ব্রিটিশ ভারতের অধুনা পাকিস্তানের শিয়ালকোটে। তার পিতা ছিলেন মুন্সী কৃপা নারায়ণ। উচ্চ শিক্ষার্থে তিনি ইংল্যান্ড যান। দ্য কুইন্স কলেজ, অক্সফোর্ড হতে ১৯২২ খ্রিস্টাব্দে ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব বিষয়ে গবেষণা করে ডি. ফিল ডিগ্রি অর্জন করেন। []

দেশে ফিরে তারাচাঁদ প্রথমে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৪৫ -৪৭ খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হন। ১৯৪৭-৪৯ খ্রিস্টাব্দ সময়ে তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন এবং এই সময়েই তিনি ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা পদে অধিষ্ঠিত হন।[] ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি তেহেরানে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ১৯৫৭ খ্রিস্টাব্দে তার স্থলাভিষিক্ত হন বদরুদ্দিন তৈয়বজি (কূটনীতিক)। ১৯৫৭ খ্রিস্টাব্দের ২২ আগস্ট তারাচাঁদ রাজ্যসভার সাংসদ মনোনীত হন এবং ১৯৬৮ খ্রিস্টাব্দের ২ এপ্রিল পর্যন্ত ওই পদে ছিলেন।

রচিত গ্রন্থসমূহ

[সম্পাদনা]

স্বীকৃতি

[সম্পাদনা]
  • বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার নামে একটি বার্ষিক বৃত্তি প্রদান করে। []
  • ইতিহাসের জন্য তারাচাঁদ স্বর্ণপদক তাঁর নামে দেওয়া হয়। ১৯৭৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সর্বভারতীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য চন্দ্ররেখা মন্ত্রীকে 'তারাচাঁদ স্বর্ণপদক' প্রদান করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ex-Vice Chancellors"। Allahabad University। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. Oxford Graduate Admissions (২০১৯)। A celebration of the DPhil Centenary 1919 – 2019. Oxford। Oxford University। 
  3. N.a.   (28 April 1952  )। [http://www.thecrimson.com/article/1952/4/28/ambassador-chand-will-talk-here-at/   "Ambassador Chand Will Talk Here at Summer Conference"] |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)The Harvard Crimson  line feed character in |title= at position 53 (সাহায্য); line feed character in |author= at position 5 (সাহায্য); line feed character in |date= at position 14 (সাহায্য); line feed character in |url= at position 80 (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. [http://www.allduniv.ac.in/index.php?option=com_content&view=article&id=149&Itemid=412   "List of hostels"] |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। University of Allahabad  । সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪  line feed character in |publisher= at position 24 (সাহায্য); line feed character in |url= at position 86 (সাহায্য); line feed character in |title= at position 16 (সাহায্য)
  5. [http://www.allduniv.ac.in/index.php?option=com_content&view=article&id=149&Itemid=412   "Allahabad Alumni Association"] |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪  line feed character in |url= at position 86 (সাহায্য); line feed character in |title= at position 29 (সাহায্য)