ডিমৌ নদী
ডিমৌ নদী | |
দেশ | ![]() |
---|---|
রাজ্য | আসাম |
উৎস | ঘগরাজান কাবৈমারি জান |
- অবস্থান | লেঙেরী অঞ্চল, ডিব্রুগড় জেলা, আসাম, ভারত |
মোহনা | দিচাং নদী |
- অবস্থান | ডিখৌমুখ, ডিব্রুগড় জেলা, আসাম |
ডিমৌ নদী হচ্ছে দিচাঙ নদীর উপনদী। এই নদীটির দৈর্ঘ্য ৫৮ কি:মি: এবং অববাহিকার আয়তন ৩২০ বর্গ কি:মি:।
উৎপত্তি[সম্পাদনা]
ডিব্রুগড় জেলায় লেঙেরী অঞ্চলের ঘগরাজান এবং কাবৈমারি জান মিলি ডিমৌ নদীর উৎপত্তি হয়।
গতিপথ[সম্পাদনা]
ঘগরাজান এবং কাবৈমারি জান মিলি পশ্চিমমুখ হয়ে নামদাং বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে আসে। তারপর খোয়াং থেকে ৬কি:মি: পূর্বে কলৌলোয়া জানের সাথে সাথে আসে। তার থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বয়ে আস ৩৭ নং জাতীয় সড়ক পার হয়ে খোয়াং শহরের কাছ দিয়ে গিয়ে তিলৈ নদীর সাথে মিশেছে। তারপর দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে ডিমৌ কাছের দিখারি বাগান পর্যন্ত বয়ে আসার পর পশ্চিমমুখী হয়। এরপর জলদিহিং বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে গিয়ে ধাইআলি পার হয়ে আখৈফুটীয়ার পশ্চিমের ডিখৌমুখে ডিমৌ নদী দিচাঙ নদী-এর সাথে সাথে মিশেছে।