দিচাং নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিচাং নদী
দেশ  India
রাজ্য আসাম
উৎস পাটকাই পর্বতের দক্ষিণ অংশ
 - অবস্থান টিরাপ জেলা, অরুণাচল প্রদেশ,  India
মোহনা ব্রহ্মপুত্র নদী
 - অবস্থান দিচাংমুখ, শিবসাগর জেলা, আসাম, ভারত

দিচাং নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উত্তর পারের উপনদী। এই নদীর দৈর্ঘ্য ২৩০ কি:মি: এবং অববাহিকার আয়তন ৩৯৫০ বর্গ কি:মি:।

উৎপত্তি[সম্পাদনা]

দিচাং নদীটি অরুণাচলের টিরাপ জেলার দক্ষিণ অংশের পাটকাই পর্বতের ২৬০০ মিটার উঁচু বুম শৃঙ্গ থেকে নেমেছে।

গতিপথ[সম্পাদনা]

তারপর অরুণাচল এবং আসামের সীমার কাছ দিয়ে বয়ে এসে দিল্লি নদী নাম নিয়ে নামরূপ-এর দিল্লিঘাট হয়ে নামরূপ স্টেশন থেকে ১ কি:মি: দক্ষিণে বয়ে গিয়ে সাপেখাতী সংরক্ষিত বনাঞ্চল সীমা দিয়ে বয়ে লংপতিয়া হয়ে টিমক নদীর সাথে মেশে। এর থেকে ৩০ কি:মি: পশ্চিম-দক্ষিণ দিকে বয়ে গিয়ে টাওকাক নদীর সাথে মেশে। তারপর ১২ কি:মি: এসে চফ্রাই নদীর সাথে সাথে জুড়ে ৫ কি:মি: ভাটিতে নঙলামরা হয়ে রাজাবাড়িতে ৩৭ নং জাতীয় সড়ক পার হয়ে ৫ কি:মি: আসার পর আখৈফুটীয়ার বিপরীত পারে বর পালেঙী জানর সাথে মেশে। তারপর ডিমৌ নদীর সাথে হয়ে ৫ কি:মি: ভাটিতে আসার পর দিচাংমুখে ব্রহ্মপুত্রে পড়েছে।

উপনদী[সম্পাদনা]

সাথে দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]