ডগ মেইনজেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডগ মেইনজেস
১৯২৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে ডগ মেইনজেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডগলাস জেমস মেইনজেস
জন্ম(১৮৯০-০৬-০৯)৯ জুন ১৮৯০
প্রিটোরিয়া, ট্রান্সভাল
মৃত্যু১৭ জুলাই ১৯৭৯(1979-07-17) (বয়স ৮৯)
জোহেন্সবার্গ, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১০৭)
৯ ফেব্রুয়ারি ১৯২৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ ফেব্রুয়ারি ১৯২৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯১০/১১ - ১৯২৫/২৬ট্রান্সভাল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫২
রানের সংখ্যা ৪৩ ১১৪৬
ব্যাটিং গড় ১৪.৩৩ ১৬.১৪
১০০/৫০ ০/০ ০/২
সর্বোচ্চ রান ২১ ৮৭
বল করেছে ২৪৬ ৫১৫৯
উইকেট ৯১
বোলিং গড় ১৯.১৬ ২৯.৬৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৩৮ ৮/৬৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/- ২৫/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ জুন, ২০২০

ডগলাস জেমস মেইনজেস (ইংরেজি: Doug Meintjes; জন্ম: ৯ জুন, ১৮৯০ - মৃত্যু: ১৭ জুলাই, ১৯৭৯) ট্রান্সভালের প্রিটোরিয়া এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২০-এর দশকের শুরুরদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ডগ মেইনজেস

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯১০-১১ মৌসুম থেকে ১৯২৫-২৬ মৌসুম পর্যন্ত ডগ মেইনজেসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। পুরোটি সময়ই তিনি ট্রান্সভালের পক্ষে খেলেছিলেন।[১]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ডগ মেইনজেস। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ৯ ফেব্রুয়ারি, ১৯২৩ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৬ ফেব্রুয়ারি, ১৯২৩ তারিখে ডারবানে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

সব মিলিয়ে ১১৫ রান খরচ করে ছয়টি উইকেট পেয়েছিলেন। সবগুলো উইকেটই অবশ্য শীর্ষসারির ব্যাটসম্যানের ছিল। ১৯২৪ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, কোন টেস্টেই তাকে খেলানো হয়নি।

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাবের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর, ১৯৪৮-৪৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক ছিলেন। ১৭ জুলাই, ১৯৭৯ তারিখে ৮৯ বছর বয়সে ট্রান্সভালের জোহেন্সবার্গ এলাকায় ডগ মেইনজেসের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Doug Meintjes"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১২-০১-১৫ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]