ট্রান্স–হরিয়ানা এক্সপ্রেসওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় সড়ক ১৫২D shield}}
ট্রান্স–হরিয়ানা এক্সপ্রেসওয়ে
আম্বালা-নারনৌল এক্সপ্রেসওয়ে
মানচিত্র
ট্রান্স-হরিয়ানা এক্সপ্রেসওয়ে লাল রঙে চিহ্নিত
পথের তথ্য
ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য২২৭ কিমি (১৪১ মা)
অস্তিত্বকালজুন ২০২২–বর্তমান
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:ঘংঘেরি গ্রাম, কুরুক্ষেত্র জেলা, হরিয়ানা
দক্ষিণ প্রান্ত:সুরানা গ্রাম, মহেন্দ্রগড় জেলা, হরিয়ানা
অবস্থান
রাজ্যহরিয়ানা
মহাসড়ক ব্যবস্থা

ট্রান্স–হরিয়ানা এক্সপ্রেসওয়ে বা আম্বালা–নারনৌল এক্সপ্রেসওয়ে (এনএইচ ১৫২ডি) হল ভারতের হরিয়ানা রাজ্যের একটি ২২৭ কিলোমিটার দীর্ঘ ও ৬- লেন প্রশস্ত প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। [১] এই এক্সপ্রেসওয়েটি কুরুক্ষেত্র জেলার (এনএইচ ১৫২) গাংঘেরি গ্রামকে (ইসমাইলবাদের কাছে) মহেন্দ্রগড় জেলার সুরানা গ্রামের নিকট নারনৌল বাইপাসের (এনএইচ-১৪৮বি) সঙ্গে সংযুক্ত করে। এটি কৌল, পুন্ডরী, আসান্ধ, ধাত্রথ, কালানৌরচরখি দাদরি এলাকাকে অতিক্রম করে। [২] এটির সরল-রেখার গ্রীনফিল্ড অ্যালাইনমেন্ট রাজ্যের রাজধানী চণ্ডীগড় থেকে দিল্লি, নারনৌলজয়পুরের দূরত্ব কমিয়ে দিয়েছে, ফলে এনএইচ ৪৪এনএইচ ৪৮-এর যানজট কমবে[৩]

সড়কটি এনএইচ-৯ সহ কমপক্ষে ১৫ টি জাতীয় মহাসড়ক এবং এসএইচ৬, এসএইচ৯, এসএইচ৮, এসএইচ১১, এসএইচ১২, এসএইচ১৪, এসএইচ১০, এসএইচ১৬এ, এসএইচ২০, এসএইচ২৪ ও এসএইচ২৬ সহ বেশ কয়েকটি রাজ্য মহাসড়কে ছেদ অ অতিক্রম করে। [৪] আশেপাশের এলাকাকে শিল্প করিডোর হিসেবে গড়ে তোলা হচ্ছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং নির্মাণ কাজ ২০২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 230 km long highway to be constructed from Ismailabad to Narnaul, Dainik Jagran, 05 July 2018.
  2. New NH to be constructed, Daily Pioneer, 11 December 2018.
  3. "Delhi to Chandigarh in 2 hours by 2023"Times of India। ১৬ জুলাই ২০২০। 
  4. Pre-feasibility report

বহিঃসংযোগ[সম্পাদনা]