বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:স্লোভেনিয়া দল উয়েফা ইউরো ২০২৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ২ ঘণ্টা আগে "ভুল বানান" অনুচ্ছেদে

ভুল বানান[সম্পাদনা]

Abazizfahad, শুভেচ্ছা নিবেন। আমি লক্ষ্য করেছিলাম, আপনি আপনার এই সম্পাদনায় "Iličić" এর সঠিক নাম পরিবর্তন করে "ইলিতশিচ" উল্লেখ করেছিলেন, যা আমি এই সম্পাদনায় বাতিল করেছিলাম। অতঃপর আপনি পুনরায় এই সম্পাদনায় কারণ (ক্রোয়েশীয় আধ্বব:- /ǐlitʃitɕ/ এর বাংলা প্রতিবর্ণী "ইলিতশিচ" হয়) উল্লেখ করে তা পুনরায় ভুল নামে ফেরত নিয়েছেন। আপনি কারণে "Iličić" নামটির সঠিক আধ্বব রূপ "ǐlitʃitɕ" উল্লেখ করলেই বাংলা প্রতিবর্ণীকরণে কেন ভুল করলেন তা আমার বোধগম্য নয়।

প্রথমত ক্রোয়েশীয় বর্ণ "Č" উচ্চারণ বাংলায় "চ" হয়; আরও জানতে দেখুন আধ্বব/বসনীয়-ক্রোয়েশীয়-সার্বীয়। আবার "Č" বর্ণটির সঠিক আধ্বব রূপ হচ্ছে "tʃ", যার সঠিক উচ্চারণ "চ"; আরও জানতে দেখুন Voiceless postalveolar affricate এবং IPA/Serbo-Croatian। এমতাবস্থায় "Iličić" নামটির সঠিক বাংলা প্রতিবর্ণী হবে "ইলিচিচ", "ইলিতশিচ" নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর দ্বিতীয়ত আপনাকে বলতে চাই, এই ধরনের কোন নাম অথবা বাংলা প্রতিবর্ণীকরণে কোন ধরনের সমস্যা হলে অথবা বিভ্রান্তির সৃষ্টি হলে অভিজ্ঞ কাউকে জিজ্ঞাস করুন। এভাবে না বুঝে বারবার ভুল নাম উল্লেখ না করার অনুরোধ করছি। – Waraka Saki (আলাপ) ১৬:৪৩, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Waraka Saki আমি আধ্বব থেকে প্রতিবর্ণী করার সময় "Č" বর্ণের আধ্বব:- /tʃ/-এর দিকে লক্ষ না রেখেই /t/-কে "ত" এবং /ʃ/-কে "শ" ধরায় এরূপ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আসলে প্রতিবর্ণীকরণ অনুশীলন করছি তাই হয়তো টুকটাক ভুল হচ্ছে। টেমপ্লেটে নাম পরিবর্তন করার আগে আমি একবার চেয়েছিলাম আপনাকে জানাতে কিন্তু কি মনে করে আর আপনাকে কিছু বলা হয় নাই। ভুল শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কি টেলিগ্রামে সক্রিয়? (نقاش) عبد الله ১১:৪৯, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন