টেমপ্লেট আলোচনা:সুফিবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্পাদনা বাতিল সম্পর্কে[সম্পাদনা]

@Ashiq Shawon আমার করা সম্পাদনাটি পূর্ব অবস্থায় নেয়া হলো কেন জানতে পারি? মোঃ মারুফ হাসান (আলাপ) ০৮:২৬, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

মিড এলাইনমেন্ট এবং অন্যান্য সেট আপ সরিয়ে ফেলে দৃশ্যমানতায় পরিবর্তন আনা হয়েছিলো। একই সঙ্গে শিরোনামেও পরিবর্তন করা হয়। যা এধরণের টেমপ্লেটের থাকা
আবশ্যক।
এবং শিরোনামেও পরিবর্তন করা হয়।
আলোচনা পাতায় আলাপ না-করে এগুলো পরিবর্তনের হেতু কী? - Ashiq Shawon (আলাপ) ০৯:২২, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Ashiq Shawon দৃশ্যমানতায় পরিবর্তনের কারণ পূর্বের তুলনায় সুন্দর এবং কালার কোডের সঠিক ব্যবহার।
  • এছাড়া বানান ভুলও একটা মুখ্য বিষয়।
  • উপরন্তু টেমপ্লেটটটি সুফিবাদ সম্পর্কে, তরিকা সম্পর্কে নয়! তরিকা সুফিবাদের একটা অংশমাত্র, সমসম নয়।
  • এছাড়া এটিকে ইংরেজি উইকিপিডিয়ায় সাথে মিল রেখেও কিছু পরিবর্তন করা হয়েছে।
মোঃ মারুফ হাসান (আলাপ) ১০:১৬, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
অনেকগুলো বিষয় যুক্ত এতে, কেবল বানান শুদ্ধকরণ হলে আমি তা পুনরাবর্তন করতাম না। এবং সেজন্যই আমি আলোচনার কথা বললাম। আর, আমরা কিন্তু ইংরেজি উইকিকে অনুসরণ করি না; কেবল তাদের থেকে ধারণা নিই। তরিকার বিষয়টি থাকা উচিত, আমাদের এঅঞ্চলে সুফিবাদ আর তরিকা একই ধারণা হিসাবে ব্যবহৃত হয়। আপনি আলোচনা শুরু করুন; অন্যদের মতামতের ভিত্তিতে সম্প্রদায় সিদ্ধান্ত নিক। ধন্যবাদান্তে : Ashiq Shawon (আলাপ) ১২:৩০, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Ashiq Shawon ভাই। ঠিক আছে। আলোচনার প্রয়োজন নেই, আপনি অবশ্যই আমার চেয়ে অভিজ্ঞ। বাকি সবই ঠিক থাকুক। বানানটা তো পরিবর্তন করেন😶। আর গাড় সবুজের পরিবর্তে হালকা সবুজ ব্যবহার কইরেন। না হলে সংযোগ দেখা যায় না। যেমন: সুফিবাদ। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:০৩, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি করুন ওটা, সমস্যা নেই। কেবল সেন্ট্রাল এলাইনমেন্ট আর বর্তমান হেডিংটা থাকুক - কালার ও বানান কোনো সমস্যা নয়। ধন্যবাদান্তে : Ashiq Shawon (আলাপ) ১৩:১৬, ৩০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
রংয়ের বিষয়টি বলি,
গাঢ় সবুজ ইসলামের, বিশেষতঃ সুফি তরিকার রং হিসাবে পরিচিত; অধিকাংশ সুফিদের কবর, কবরের জিলাব/গিলাফ, ঝান্ডা/পতাকা সবুজ বর্ণের দেখবেন। - Ashiq Shawon (আলাপ) ১৮:৪৬, ৩০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Ashiq Shawon বুঝেছি। কিন্তু গাড় সবুজ রঙ ব্যবহার করলে লিংক যে দেখা যায় না!🙂 মোঃ মারুফ হাসান (আলাপ) ১১:৩৬, ৩ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
লেখাটা গাঢ় কোনো রংয়ে / কালোতে দিয়ে দেখতে পারেন। - Ashiq Shawon (আলাপ) ০৬:৪৪, ৪ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Ashiq Shawon লেখা গাড় রংয়ে দেখা তো যাবেই না, হালকা রংয়ে দিলে দেখা যেতে পারে। কিন্তু তখন সাধারণ লেখা আর সংযোগের পার্থক্য বোঝা যাবে না! মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:১২, ৪ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সমস্যারই তাহলে! - Ashiq Shawon (আলাপ) ০৪:৪২, ৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]