টেমপ্লেট আলোচনা:বাংলা তারিখ ভারত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতে প্রচলিত বাংলা সনের টেমপ্লেট সৃষ্টি করা হয়েছে[সম্পাদনা]

নমস্কার
ভারতে প্রচলিত বাংলা সনের টেমপ্লেট ব্যবহার করতে {{বাংলা তারিখ}} এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১৫:০২, ২৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কার্যকর?[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাইয়া, ওই টেমপ্লেটটি কি কার্যকর আছে? যদি না থাকে, তাহলে এটিকে মূল নামস্থান থেকে সরিয়ে {{বাংলা তারিখ/খেলাঘর}}-এ সরিয়ে নিলে ভালো হবে। তাতে দরকারমতো পরীক্ষা নিরীক্ষা চালানো যাবে। — আদিভাইআলাপ১৮:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017, আমি নিশ্চিত জানি না। আমি জিজ্ঞাসা করে দেখি। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০২, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সমস্যা হল, ভারতে প্রচলিত বাংলা সন অনুসারে, উদাহরণস্বরূপ বৈশাখ মাস কোনও বছর ৩০ দিনেরও হতে পারে, আবার ৩১ দিনেরও হতে পারে। এখন এই টেমপ্লেটে আমরা বলছি "১৫ মে = ৩১ বৈশাখ"। এখন কোন বছর যদি বৈশাখ ৩০ দিনের হয়, তখন টেমপ্লেট কিন্তু নিজে নিজে হালনাগাদ হচ্ছে না (১৫ মে তখন ১ জ্যৈষ্ঠ হবে)।
একটা সমাধান হতে পারে যে, কেউ একজনকে প্রতি বছর পহেলা বৈশাখের দিন ঐ বছরের সকল তারিখ টেমপ্লেটে ঠিকমত আছে কিনা তা নিশ্চিত করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাইয়া, এমন হলে সমস্যা। বছরে-দুই বছরে একবার সংশোধন করতে হলে মনে থাকার কথা নয়। এমনিতেও পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ান অনেক কম। ইংরেজি উইকিতে হিজরি সন কীভাবে গণনা করা হয়? সেই অনুযায়ী হিসাব বুঝে নিয়ে বার্ষিক টেমপ্লেট তৈরি করা উচিত। এরপর কার্যকর করা উচিত হবে। — আদিভাইআলাপ০০:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চঃ @আফতাবুজ্জামান ভাইয়া, আপাতত টেমপ্লেটটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পুনর্নির্দেশ ছাড়াই টেমপ্লেট খেলাঘরে সরিয়ে নিন। অথবা কোনো নোটিশ দিয়ে দিন, যে এই টেমপ্লেটটি কার্যকর নয়। অন্যথায় তা বিভ্রান্তি তৈরি করবে। — আদিভাইআলাপ০০:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017, হিজরি সাল গণনার জন্য মিডিয়াউইকির নিজস্ব কোড আছে। তবে এই কোড সবসময় সঠিক ফল দেয় কিনা আমি জানি না। কোনও আরবি উইকিপিডিয়ান ভালো জানবে। অবশ্য আরবি উইকিপিডিয়া হিজরি সাল ব্যবহার করে না, আমাদের মতই অবস্থা।
আমি মৌর্য্য দাদাকে ইমেইল করেছি। এই টেমপ্লেটে এই বছরের বাংলা সন ঠিক আছে কিনা উনি ভালো বলতে পারবে। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]