ঝুঁটিয়াল ধনেশ
ঝুঁটিয়াল ধনেশ Tockus alboterminatus | |
---|---|
![]() | |
প্রাপ্তবয়স্ক ঝুঁটিয়াল ধনেশ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Coraciiformes |
পরিবার: | Bucerotidae |
উপপরিবার: | Bucerotinae |
গণ: | Tockus |
প্রজাতি: | T. alboterminatus |
দ্বিপদী নাম | |
Tockus alboterminatus (Büttikofer, 1889) |
ঝুঁটিয়াল ধনেশ (Tockus alboterminatus) হল আফ্রিকা মহাদেশের একজাতের ধনেশ। এটি মাঝারি আকারের পাখি, লম্বায় ৫০ এবং ৫৪ সেমি, এবং এদের সাদা পেট থাকে এবং ডানার রঙ হয় কালো। লেজের ডগায় পালকের রঙ হয় সাদা। এদের চোখ হয় হলুদ রঙের; ঠোঁট হয় লাল রঙের এবং ওপরের চোয়ালে একটা শিরস্ত্রাণ থাকে। মহিলাদের ক্ষেত্রে যার আকার হয় ছোটো।
ঝুঁটিয়াল ধনেশদেরকে ব্র্যাডফিল্ডের ধনেশ থেকে আলাদা করা হয় ঠোঁটের আকারের সাহায্যে কারণ এদের ঠোঁটের আকার ছোটো হয়।
এই ধনেশরা প্রধানত উপকূলীয় বনভূমিতে থাকতে পছন্দ করে (শুধুমাত্র পূর্ব উপকূল) এবং উত্তর-পূর্ব আফ্রিকাতেও এদের দেখতে পাওয়া যায়।এরা খাদ্য হিসেবে পোকামাকড় ও ছোটো ছোটো প্রাণীদের গ্রহণ করে থাকে এবং সরীসৃপদের ও এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এই ধনেশ প্রজাতিদের দলবদ্ধ ভাবে বাস করতে দেখা যায়, প্রধানত শুষ্ক অঞ্চলে। এরা প্রধানত ৪ থেকে ৫ টা ডিম পাড়ে এবং বাচ্চারা বাবা-মাদের সাথে ৮ সপ্তাহ পর্যন্ত থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ BirdLife International (২০১২)। "Tockus alboterminatus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
আরো পড়ুন[সম্পাদনা]
- Gordon Lindsay Maclean, Robert's Birds of South Africa, 6th Edition আইএসবিএন ০-৬২০-১৭৫৮৩-৪
বহিঃসংযোগ[সম্পাদনা]

- Crowned Hornbill - Species text in The Atlas of Southern African Birds.
