ঝুঁটিত্তয়ালা মাছরাঙা
ঝুঁটিত্তয়ালা মাছরাঙা | |
---|---|
![]() | |
প্রাপ্তবয়স্ক ঝুঁটিত্তয়ালা মাছরাঙা, জিম করবেট জাতীয় উদ্যান, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Coraciiformes |
পরিবার: | Cerylidae |
গণ: | Megaceryle |
প্রজাতি: | M. lugubris |
দ্বিপদী নাম | |
Megaceryle lugubris (টেমিঙ্ক, ১৮৩৪) | |
![]() | |
The Distribution of the Crested Kingfisher |
ঝুঁটিত্তয়ালা মাছরাঙা (Megaceryle lugubris) হল হিমালয়ের বাসিন্দা এবং উত্তর ভারত, বাংলাদেশ এই দেশগুলোর পাদদেশে এবং উত্তর ইন্দোচীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপান প্রভৃতি জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এদের আকার বড় ধরনের হয় (৪১ সেমি) এবং এদের গায়ের রঙ হয় সাদা-কালো রঙের। এদের ল্যাজে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। এদের ভুরু থাকে না এবং এদের বুক সাদা রঙের হয়। কিছু কিছু সময় তা লালচে-বাদামি রঙেরও হয়ে থাকে। এই পাখিগুলোকে প্রধানত পাহাড়ী নদীতে এবং কিছু কিছু সময়ে বড় বড় নদীর তীরেও দেখতে পাওয়া যায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ BirdLife International (২০১২)। "Megaceryle lugubris"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।

উইকিমিডিয়া কমন্সে ঝুঁটিত্তয়ালা মাছরাঙা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
![]() |
পাখি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |