বিষয়বস্তুতে চলুন

জাহেদ আলী চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাহেদ আলী চৌধুরী
শেরপুর-২ এর সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬  ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীমতিয়া চৌধুরী
উত্তরসূরীমতিয়া চৌধুরী
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
পূর্বসূরীমতিয়া চৌধুরী
উত্তরসূরীমতিয়া চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৭
শেরপুর
মৃত্যু৪ জানুয়ারি ২০১১
স্কয়ার হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানতিন ছেলে
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

জাহেদ আলী চৌধুরী (১৯৪৭–৪ জানুয়ারি ২০১১) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, শেরপুর-২আসনের সংসদ সদস্য ছিলেন।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

জাহেদ আলী চৌধুরী ১৯৪৭ সালে শেরপুরের নকলার চর অষ্টাধর ইউনিয়নের চরভাবনা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।[] তার পিতার নাম জোনাব আলী চৌধুরী ও মায়ের নাম চৌধুরী ছবরুন্নেছা। তার মেজো ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

[] তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।

তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে শেরপুর -২ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] এর পর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে শেরপুর -২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] তিনি অষ্টম জাতীয় সংসদের হুইপ হিসাবেও দায়িত্ব পালন করেন।[]

২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।[] ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতিও ছিলেন তিনি।[]

১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে শেরপুর -২ থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

জাহেদ আলী চৌধুরী ৪ জানুয়ারি ২০১১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "জাহেদ আলী চৌধুরী, আসন নং: ১৪৪, শেরপুর-২, দল: বিএনপি (ধানের শীষ)"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০
  2. 1 2 নিজস্ব প্রতিবেদক (৫ জানুয়ারি ২০১১)। "সাবেক সাংসদ জাহেদ আলী চৌধুরী আর নেই"দৈনিক প্রথম আলো। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০
  3. 1 2 "সাবেক হুইপ জাহেদ আলী আর নেই"দৈনিক সংগ্রাম। ৫ জানুয়ারি ২০১১। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০
  4. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  5. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  6. "Ex-BNP whip Zahed Ali acquitted"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯
  7. "Rivals kill BNP man"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯