বিষয়বস্তুতে চলুন

জাহাঙ্গীর হোসেন (বিচারপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় বিচারপতি
জাহাঙ্গীর হোসেন
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৫ এপ্রিল ২০১২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-12-31) ৩১ ডিসেম্বর ১৯৫৯ (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশ
জীবিকাবিচারপতি

জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।[]

প্রথম জীবন

[সম্পাদনা]

তিনি ৩১ ডিসেম্বর ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তানের নোয়াখালী (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে এলএল.বি এবং স্নাতকোত্তর শেষ করেছেন। []

১৯৮৬ সালে জাহাঙ্গীর হোসেন জেলা ও দায়রা জজ আদালতে অ্যাডভোকেট হিসাবে কাজ শুরু করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। তিনি ঢাকায় বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেছেন। তিনি উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার বিচার করেছিলেন। ২০১০ সালের ১৮ এপ্রিল, তিনি বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। [] ২০১২ সালের ৫ জানুয়ারী তিনি এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে একটি ফেসবুক পোস্টের কারণে ৬ মাসের কারাদন্ডে দণ্ডিত করেছিলেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করেছিলেন। [] ২০১২ সালের ১৫ এপ্রিল তার নিয়োগ স্থায়ী করা হয় ২৯ আগস্ট ২০১২ সালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এর বিচারক হিসাবে নিযুক্ত করা হয়। [][] স্কাইপ কথোপকথনের পরে তিনি কিছুটা বিতর্কের মুখোমুখি হয়েছিলেন যেখানে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক তার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেছেন, মিডিয়ায় ফাঁস হয়েছিলো বিষয়টি। [][]১০ আগস্ট ২০২৪ তারিখে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর প্রেক্ষিতে পদত্যাগ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯ 
  2. "Tribunal 1 Judges"International Crimes Research Foundation (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২ 
  3. Ahmed, From Farid। "Bangladesh convicts teacher for Facebook post about prime minister"CNN। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২ 
  4. "Judge Zaheer quits war tribunal-1"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১২-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২ 
  5. "I'm honest,' Justice Jahangir Hossain"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২ 
  6. "Fugitive BNP leader sentenced to death"Gulf-Times (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২