জন শেফার্ড ব্যারন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন শেফার্ড ব্যারন
জন্ম
জন আর্দ্রিয়ান শেফার্ড-ব্যারন

(১৯২৫-০৬-২৩)২৩ জুন ১৯২৫
মৃত্যু১৫ মে ২০১০(2010-05-15) (বয়স ৮৪)
নাগরিকত্বব্রিটিশ
পরিচিতির কারণএটিএম মেশিন আবিষ্কার

জন শেফার্ড ব্যারন ওবিই (২৩ জুন ১৯২৫ – ১৫ মে ২০১০)[১] হলেন একজন ব্রিটিশ প্রকৌশলী যিনি এটিএম মেশিন উদ্ভাবন করেন। তার জন্ম ব্রিটিশ শাসিত ভারতের শিলঙে

শৈশব জীবন[সম্পাদনা]

জন অ্যাড্রিয়ান শেফার্ড-ব্যারন ১৯২৫ সালের ২৩ জুন ভারতের মেঘালয়ের শিলং-এর ডাঃ এইচ গর্ডন রবার্টস হাসপাতালে ব্রিটিশ পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন। তার স্কটিশ পিতা, উইলফ্রেড শেফার্ড-ব্যারন, উত্তরবঙ্গের চট্টগ্রাম বন্দর কমিশনারদের প্রধান প্রকৌশলী ছিলেন, যা তখন ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল, পরে পোর্ট অব লন্ডন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি হওয়ার আগে। তার মা ডরোথি ছিলেন একজন অলিম্পিক টেনিস খেলোয়াড় এবং উইম্বলডন চ্যাম্পিয়নশিপ মহিলা ডাবলস চ্যাম্পিয়ন।

তথ্যসূত্র[সম্পাদনা]