ব্লাউজ (শাড়ি)
ব্লাউজ (হিন্দি: चोली ছোলি, গুজরাটি: ચોળી, মারাঠি: चोळी, Nepali: चोलो ছোলো) (দক্ষিণ ভারতে রাভিকে (কন্নড়: ರವಿಕೆ, তেলুগু: రవికె, তামিল: ரவிக்கை -হিসেবেও পরিচিত) হল নারীদের উর্দ্ধাঙ্গে পরিহিত পোশাক যা দক্ষিণ এশিয়ায় সাধারণত শাড়ির সঙ্গে পরা হয়। ভারতীয় উপমহাদেশে যা ছোলি নামে এবং প্রায়শই ঘাগরা ছোলি পোশাকের অংশ হিসেবেও প্রচলিত। ইংরেজি ব্লাউজ শব্দটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বহুল ব্যবহৃত নাম। উত্তর গুজরাটে রাজস্থানের সীমান্তবর্তী পালানপুর, বিশেষ করে (বনাসকাঁথা), এটিকে পোল্কু (গুজরাটি: પોલકું) বলা হয়
বিবর্তন
[সম্পাদনা]ব্লাউজ বা চোলি প্রাচীন স্তনপাট্টা থেকে উদ্ভূত হয়েছে, যা কুরপসিকা বা কাঞ্চুকি নামেও পরিচিত, যা প্রাচীন যুগে নারীদের দ্বারা পরিধান করা তিন-টুকরা পোশাকের উপরের অংশ ছিল।[১] এটি অন্তরীয় নিম্ন পোশাক গঠিত; কাঁধে বা মাথায় পরা উত্তরীয় ওড়না; এবং স্তনপাট্টা, একটি বক্ষবন্ধনী, যা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে সংস্কৃত সাহিত্য এবং বৌদ্ধ পালি সাহিত্যে উল্লেখ করা হয়েছে।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিড়লা ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড মিউজিক ১৯৭৩, পৃ. ১২১।
- ↑ পদ্ম ১৯৯১, পৃ. ১১৮।
- সূত্র
- বিড়লা ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড মিউজিক (১৯৭৩)। Prachya Pratibha (ইংরেজি ভাষায়)। ৬। ভারত: বিড়লা ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড মিউজিক। ওসিএলসি 1586846।
- পদ্ম, শ্রী (১৯৯১)। Costume, coiffure, and ornaments in the temple sculpture of northern Andhra (ইংরেজি ভাষায়)। South Asia Books। আইএসবিএন 9789991122359। ওসিএলসি 948401107।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে ব্লাউজ সম্পর্কিত মিডিয়া দেখুন।