চৈনিক ভূগোলবিদ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চীনে ভূগোল থেকে পুনর্নির্দেশিত)
চীনে প্রাপ্ত সবচেয়ে পুরাতন বিশ্ব মানচিত্র: ডা মিং হান জি তু

চীনে ভূগোল বিষয়ক অধ্যয়ন খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দীর যুদ্ধকালীন সময় হতে শুরু হয়েছে। এর বিস্তৃতি হান রাজবংশের অধীনে চীনা সাম্রাজ্য বৃদ্ধির মাধ্যমে মূল চীন ভূখণ্ড গঠনের পরও বহুদিন যাবত্ চলেছে। ১১দশ শতাব্দীতে কম্পাস আবিষ্কারের দ্বারা (সুং রাজবংশের শাসনামলে) মাধ্যমে এটি স্বর্ণযুগে প্রবেশ করে এবং ১৫দশ শতকে অ্যাডমিরাল ঝেং হে-র অধীনে প্রশান্ত মহাসাগরে চীনা অনুসন্ধান দলের সমুদ্র যাত্রার সময় (মিং রাজবংশের আমলে) এটি মধ্যগগণে অবস্থান করছিলো।

একনজরে[সম্পাদনা]

প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্য কাল
হান সাম্রাজ্য
তিন রাজত্ব
তাং সাম্রাজ্য
সুং রাজবংশ
যুয়ান রাজবংশ
  • Zhou Daguan (১৩দশ শতাব্দী)
  • Wang Dayuan (১৪দশ শতাব্দী)
  • Yu Qin (১৪দশ শতাব্দী)
মিং রাজবংশ

আরও দেখুন[সম্পাদনা]