চিম্বুক পাহাড়

স্থানাঙ্ক: ২২°০৩′৩২″ উত্তর ৯২°১৬′১৩″ পূর্ব / ২২.০৫৮৮০৪° উত্তর ৯২.২৭০৩৬১° পূর্ব / 22.058804; 92.270361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিম্বুক পাহাড়
ঐতিহাসিক স্থান
স্থানাঙ্ক: ২২°০৩′৩২″ উত্তর ৯২°১৬′১৩″ পূর্ব / ২২.০৫৮৮০৪° উত্তর ৯২.২৭০৩৬১° পূর্ব / 22.058804; 92.270361
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
স্থানচিম্বুক পাহাড়
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল বা কালা পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এটি গড় সমুদ্র পৃষ্ট হতে প্রায় ২৫০০ ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত।[১]

অবস্থান[সম্পাদনা]

চিম্বুক পাহাড় চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার এবং বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটি থানছি সড়কের দূর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত।[১][২]

বর্ণনা[সম্পাদনা]

চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এই পাহাড়ের চূড়া হতে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখা যায়। বর্ষাকালে এই পাহাড়ের চূড়া হতে সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় এবং পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করে।[৩]

পর্যটন কেন্দ্র[সম্পাদনা]

পাহাড়ি জনপদ হওয়ায় চিম্বুক পাহাড়ে এখনও পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্ট হাউস থাকলেও তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। ফলে পর্যটকদের রাত যাপন করার সুবিধা নেই। চিম্বুক পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হলেও ভূমি রক্ষার্থে স্থানীয় ম্রো জনগোষ্ঠী তাতে বাধা দেয়।[৪][৫][৬]

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মেঘেরভেলায় বান্দরবান থেকে থানচি ভায়া নীলগিরি"যুগান্তর। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  2. "একদিনেই বান্দরবানের ৪ স্পট ভ্রমণ"জাগো নিউজ। ২০২২-০৬-১১। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  3. "বাংলার মুখ, চিম্বুক পাহাড়"দৈনিক ইত্তেফাক। ২০২১-০৮-২৪। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  4. "চিম্বুক ঘিরে গড়ে উঠুক শৈলশহর"সমকাল। ২০২১-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  5. "চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রোদের সংহতি সমাবেশ"দ্য ডেইলি স্টার। ২০২১-০৩-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ 
  6. "চিম্বুক পাহাড়ে পাঁচতারা হোটেল নিয়ে ক্ষোভের আগুন"চট্টগ্রাম প্রতিদিন। ২০২২-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]