চার্লস পিংগ্রোপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস পিংগ্রোপ
মেঘালয় বিধানসভার সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
মে ২০১৮
সংসদীয় এলাকাNongthymmai
সভাপতি, মেঘালয় তৃণমূল কংগ্রেস
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
ডিসেম্বর ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
শিলং, মেঘালয়, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০২১-বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (২০২১ পর্যন্ত)
সন্তান

চার্লস পিংগ্রোপ হলেন মেঘালয় রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরমেঘালয়ের রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছেন।[১] তিনি ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির অধীনে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত মেঘালয় বিধানসভার স্পিকার ছিলেন।[২] তিনি মেঘালয় সরকারের একজন বিশিষ্ট মন্ত্রীও ছিলেন এবং বর্তমানে তিনি মেঘালয় বন উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার বর্তমান সরকারী দায়িত্বের পাশাপাশি, চার্লস পিংগ্রোপ সম্প্রদায়ের উন্নয়ন, পরিবেশগত টেকসই উদ্যোগ এবং শিক্ষার কারণকে আরও এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি দাতব্য উদ্যোগের সাথে উল্লেখযোগ্যভাবে জড়িত, যার সবকটিই তিনি উইন্ডারমেয়ার হোল্ডিংস নামে এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত হয়।

তিনি বর্তমানে মেঘালয় বিধানসভায় নংথিম্মাই বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Charles Pyngrope appointed as Meghalaya TMC president" 
  2. "Meghalaya Legislative Assembly"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১০