চার্লস কেইন
চার্লস কেইন | |
---|---|
জন্ম | ১২ জানুয়ারি ১৯৬৩ |
জাতীয়তা | মার্কিন |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিকাগো বিশ্ববিদ্যালয় |
দাম্পত্য সঙ্গী | সুজ্যান অ্যামাডর কেইন |
পুরস্কার | ডির্যাক পদক (২০১২) অলিভার ই. বাকলি ঘনপদার্থবিজ্ঞান পুরস্কার (২০১২) মৌলিক পদার্থবিজ্ঞানে ব্রেকথ্রু পুরস্কার (২০১৩) বেঞ্জামিন ফ্রাংকলিন পদদ (২০১৫) বিবিভিএ ফাউন্ডেশন জ্ঞানের সীমা পুরস্কার (২০১৮) মৌলিক পদার্থবিজ্ঞানে ব্রেকথ্রু পুরস্কার (২০১৯) জন স্কট পদক (২০১৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তাত্ত্বিক ঘনপদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় |
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | প্যাট্রিক এ. লি |
চার্লস লুইস কেইন (ইংরেজি: Charles Lewis Kane; জন্ম ১২ই জানুয়ারি, ১৯৬৩) একজন মার্কিন তাত্ত্বিক ঘনপদার্থবিজ্ঞানী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ক্রিস্টোফার এইচ. ব্রাউন বিশিষ্ট অধ্যাপক। তিনি ১৯৮৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উপাধি লাভ করেন এবং ১৯৮৯ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি থেকে ডক্টরেট উপাধি লাভ করে। পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবর্গে যোগদান করার আগে তিনি আইবিএম কোম্পানির টি জে ওয়াটসন গবেষণাকেন্দ্রে একজন ডক্টরেটোত্তর সহযোগী হিসেবে তাঁর বিজ্ঞ পরামর্শদাতা ম্যাথিউ পি. এ. ফিশারের সাথে কাজ করেন।
কেইন কোয়ান্টাম স্পিন হল প্রতিক্রিয়ার (আদিতে গ্রাফিন নামক পদার্থে) ঘটনাটির তাত্ত্বিক পূর্বাভাস দেয়ার জন্য পরিচিত। এই ধর্মবিশিষ্ট পদার্থগুলিকে পরবর্তীতে স্থানিকবৃত্তীয় অন্তরক নাম দেওয়া হয়।[১][২]
কেইন ২০১২ সালে শৌছেং চাং ও ডানকান হালডেনের সাথে যৌথভাবে ডির্যাক পদক লাভ করেন। তাঁরা দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানবিন্যাসগত অন্তরকসমূহের উপরে অভিনব গবেষণাকর্মের জন্য এই সম্মান লাভ করেন।[৩][৪] ঐ বছরেই তাঁকে গণিত ও ভৌত বিজ্ঞানসমূহের ক্ষেত্রে সাইমন্স ইনভেস্টিগেটর অভিষেক দলের সদস্য (সাইমন্স ফাউন্ডেশনের নির্বাচিত তদন্তকারী গবেষক) নির্বাচিত করা হয়।[৫][৬] তিনি ২০১৩ সালে যৌথভাবে লাউরেন্স মোলেনকাম্প ও শৌছেং চাংয়ের সাথে যৌথভাবে স্থানিকবৃত্তীয় অন্তরকগুলির উপর গবেষণার জন্য পদার্থবিজ্ঞান সীমান্ত পুরস্কার লাভ করেন।[৭] ২০১৮ সালে তিনি মার্কিন পদার্থবিজ্ঞানী ও পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউজিন মেলি-র সাথে যৌথভাবে বিবিভিএ ফাউন্ডেশন জ্ঞানের সীমান্ত পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে আবারও এই দুইজন স্থানিকবৃত্তীয় অন্তরকসমূহের উপরে গবেষণাকর্মের জন্য মৌলিক পদার্থবিজ্ঞানে ব্রেকথ্রু পুরস্কার লাভ করেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Brumfiel, Geoff (২০১০-০৭-০১)। "Topological insulators: Star material"। Nature News (ইংরেজি ভাষায়)। 466 (7304): 310–311। আইএসএসএন 1476-4687। এসটুসিআইডি 11864273। ডিওআই:10.1038/466310a। পিএমআইডি 20631773।
- ↑ Hasan, M. Zahid; Kane, Charles L. (২০১০-১১-০৮)। "Topological Insulators"। Reviews of Modern Physics (ইংরেজি ভাষায়)। 82 (4): 3045–3067। arXiv:1002.3895 । আইএসএসএন 0034-6861। এসটুসিআইডি 16066223। ডিওআই:10.1103/RevModPhys.82.3045।
- ↑ "Dirac prize citation - 2012"। ২০১৫-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৬।
- ↑ Durrani, Matin (২০১২-০৮-০৮)। "Condensed-matter trio scoop Dirac prize - physicsworld.com"। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৬।
- ↑ Simons Investigators
- ↑ Penn’s Charles Kane Named Simons Investigator and Awarded $500,000 Grant
- ↑ Hamish Johnston (২০১২-১২-১১)। "Higgs hunters and Stephen Hawking bag new $3m prizes - physicsworld.com"। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৬।
- ↑ Baillie, Katherine Unger (১৭ অক্টোবর ২০১৮)। "Eugene Mele and Charles Kane to share Breakthrough Prize in Fundamental Physics"। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৭।
- ১৯৬৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন পদার্থবিজ্ঞানী
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজির স্কুল অভ সায়েন্সের প্রাক্তন শিক্ষার্থী
- পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- সাইমন্স ইনভেস্টিগেটর
- অলিভার ই. বাকলি ঘনপদার্থবিজ্ঞান পুরস্কার বিজয়ী
- ক্রিস্টোফার এইচ. ব্রাউন বিশিষ্ট অধ্যাপক
- বেঞ্জামিন ফ্রাংকলিন পদক (ফ্রাংকলিন ইনস্টিটিউট) বিজয়ী