চাঁপাইগাছির বিল
অবয়ব
চাঁপাইগাছির বিল | |
---|---|
নান্দিয়ার বিল | |
অবস্থান |
|
ধরন | বিল |
সর্বাধিক দৈর্ঘ্য | ৩,০০০ মিটার (৩.০ কিমি) |
সর্বাধিক প্রস্থ | ১,২০০ মিটার (১.২ কিমি) |
চাঁপাইগাছির বিল বা নান্দিয়ার বিল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি বিল।[১][২] বিলটি কুষ্টিয়া জেলার জনগণের মাছের চাহিদা পূরণ করে এবং এই বিলের মাছ আশেপাশের জেলাগুলোতে বাজারজাত হয়ে থাকে। সেই সাথে বিলটি কুষ্টিয়া জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান।[৩][৪] সাগরখালী নদী ও কুমার নদের শাখা এই বিলের সাথে মিলিত হয়েছে।
অবস্থান
[সম্পাদনা]এই এই বিলের সাথে কুষ্টিয়া জেলার ০৪টি ইউনিয়নের বেশকিছু গ্রামের সাথে সংযোগ রয়েছে। এগুলো হলো-
- পূর্ব দিকে- ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রাম
- পশ্চিম দিকে- পাটিকাবাড়ী ইউনিয়নের নান্দিয়া ও হারুরিয়া গ্রাম
- উত্তর দিকে- আইলচারা ইউনিয়নের চাঁপাইগাছি গ্রাম ও সিঁদুরঘাট গ্রাম
- দক্ষিণ দিকে- গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের দীঘা গ্রাম
মাছচাষ
[সম্পাদনা]বিলটিতে মাছ চাষ করা হয়ে থাকে। মাছ চাষ ও বাজারজাতকরণের জন্য নান্দিয়া গ্রামছ একটি সমিতি রয়েছে, এর নাম “নান্দিয়া মৎস্যজীবী সমবায় সমিতি”। বিলটি প্রতি ০৫ বছর পরপর ইজারা প্রদান করা হয়।
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ তারিকুল হক তারিক, কুষ্টিয়া (২০১৭-০৯-০৯)। "৪৬ বছর ধরে চলছে দুই গ্রুপের হানাহানি"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩।
- ↑ "দর্শনীয় স্থান"। জাতীয় তথ্য বাতায়ন-পাটিকাবাড়ী ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩।
- ↑ "চাঁপাইগাছির বিল"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩।
- ↑ Hossain, Feda Al (২০২২-০৯-২৮)। "5 amazing places to visit in Kushtia"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে চাঁপাইগাছির বিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিভ্রমণে চাঁপাইগাছির বিল সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে।