ঘরে ফেরার গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘরে ফেরার গান
প্রচারণা পোস্টার
পরিচালকঅরিত্র সেন
প্রযোজক
  • অশোক ধানুকা
  • হিমাংশু ধানুকা
রচয়িতাঅরিত্র সেন
শ্রেষ্ঠাংশে
সুরকারপ্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়
চিত্রগ্রাহকতুবন
সম্পাদকসুমিত চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
সেভেনসিস প্রোডাকশন
পরিবেশকএসকে মুভিজ
মুক্তি
  • ১৭ মার্চ ২০২৩ (2023-03-17)
স্থিতিকাল১৪০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

ঘরে ফেরার গান হল ২০২৩ সালের একটি ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র, যা অরিত্র সেন রচিত এবং পরিচালিত। ছবিটি সেভেনসিস প্রোডাকশন দ্বারা প্রযোজনা করা হয়েছিল এবং এসকে মুভিজের ব্যানারে ২০২৩ সালের ১৭ মার্চ মুক্তি পেয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জী । ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চ্যাটার্জি[১][২][৩][৪][৫]

পটভূমি[সম্পাদনা]

ছোটবেলা থেকেই তোরা গানকেই পেশা হিসেবে বেছে নেন। তোরা কলকাতার একটি ব্যান্ডে গান করতেন। সেখানে সোহম নামের এক ছেলের সঙ্গে তোরার সম্পর্ক হয়। কিন্তু ছেলে তোরার সাথে প্রতারণা করে পালিয়ে যায়। এরপর তোরার বাবা-মা তোরাকে এক প্রবাসী বাঙালির সঙ্গে বিয়ে দেন। তার স্বামীর নাম ছিল রিভু। রিভুর মা শান্তা ছিলেন একটু অন্যরকম। তোরা রিভুর মাকে খুব ভয় পেত। কিন্তু রিভু তার স্ত্রীর যত্ন নেন। তোরা বিদেশ এসে খুব একা অনুভব করতে লাগলো। এ সময় তোরা ইমরান নামে এক ভারতীয় ছেলের সঙ্গে দেখা করে। ধীরে ধীরে তোরা ও ইমরানের মধ্যে প্রেম তৈরি হয়। এই ঘটনা রিভু ও তার মা জানতে পেরেছে। কয়েকদিন পর তোরা রিভুর বাসা থেকে বের হয়। কিন্তু সে সময় ইমরানের বাবা মারা যান। তাই সেই সময় ইমরান ভারতে আসেন। অন্যদিকে, তোরা জানতে পারেন যে তিনি আশা করছেন। তিনি রিভুকে পরিষ্কার করে দেন যে এই শিশুটি ইমরানের, তার নয়। তোরার কর্মকাণ্ডে হতাশ হয়ে, তার বাবা-মা তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে, তোরা তার গর্ভাবস্থার সত্য ইমরানের কাছ থেকে গোপন করার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র তাকে একটু চাপমুক্ত করার জন্য। তোরা চুপচাপ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং নিয়তি চাইলেই ইমরানের সাথে দেখা করবে।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

ছবির সংগীতায়োজন করেছেন প্রবুদ্ধ ব্যানার্জিরবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত থেকে তিনটি গান গৃহীত হয়েছে।

তিমির বিশ্বাস এবং সমাধিপ্তা মুখার্জি যথাক্রমে পুরুষ ও মহিলা কণ্ঠে বেশিরভাগ গানের মূল কণ্ঠশিল্পী।

ট্র্যাক তালিকা
না. শিরোনাম গানের কথা সঙ্গীত গায়ক দৈর্ঘ্য
১. "বসন্ত বাতাসে" বাউল আব্দুল করিম শাহ বাউল আব্দুল করিম শাহ, প্রবুদ্ধ ব্যানার্জী তিমির বিশ্বাস ৩:১৫
২. "ঘরে ফেরার গান (টাইটেল ট্র্যাক)" অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় তিমির বিশ্বাস, সমাদীপ্ত মুখার্জি ৩:১৯
৩. "এলেম নতুন দেশে" রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমাধিপ্তা মুখোপাধ্যায় ২:০৪
৪. "অমৃত মেঘের বাড়ি" লালন ফকির লালন ফকির, প্রবুদ্ধ ব্যানার্জী তিমির বিশ্বাস, সমাদীপ্ত মুখার্জি ৪:০৩
৫. "কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে" আরকুম শাহ আরকুম শাহ, প্রবুদ্ধ ব্যানার্জী বনি চক্রবর্তী, নবারুণ বসু ২:৩৩
৬. "আকাশ অমে ভোড়লো আলোয়" রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমাদিপ্ত মুখার্জি, তিমির বিশ্বাস ৩:৫৪
৭. "পুরানো সে দিনের কথা" রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমাদিপ্ত মুখার্জি, তিমির বিশ্বাস ২:৪৪
৮. "অসামাজিক" তিমির বিশ্বাস প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় তিমির বিশ্বাস ৩:১৯
৯. "কাজল ভ্রমোরা-খাচার পাখি মেডলে" তিমির বিশ্বাস প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় তিমির বিশ্বাস ৪:০০
মোট দৈর্ঘ্য: ২৯:১১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Parambrata and Ishaa star in the musical Ghore Pherar Gaan"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  2. "Parambrata and Ishaa star in the musical Ghore Pherar Gaan"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  3. Ananda, A. B. P. (২০২৩-০২-১৫)। "সুরে বাঁধা পরমব্রত, ইশা, গৌরবের ত্রিকোণ প্রেমের গল্প, ১৭ মার্চ বড়পর্দায় 'ঘরে ফেরার গান'"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯ 
  4. "লন্ডনে ইশার উপর কেন রেগে গিয়েছিলেন পরম?"Hindustantimes Bangla। ২০২৩-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯ 
  5. "বড় পর্দায় মুক্তির অপেক্ষায় প্রবাসী বাঙালির প্রেমের কাহিনি, আসছে 'ঘরে ফেরার গান'"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]