গোলাম (চলচ্চিত্র)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
গোলাম | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | বিক্রম ভাট |
প্রযোজক | মুকেশ ভাট |
রচয়িতা | অঞ্জুম রাজবলী |
শ্রেষ্ঠাংশে | আমির খান রাণী মুখার্জী দীপক তিজোরি শরৎ স্যাক্সেনা |
সুরকার | জতিন-ললিত |
চিত্রগ্রাহক | তেজা |
সম্পাদক | বমন ভোসলে |
পরিবেশক | বিশেষ ফিল্মস |
মুক্তি | ১৯ জুন ১৯৯৮ |
দৈর্ঘ্য | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹72 million[১] |
আয় | ₹242 million[১] |
গোলাম (হিন্দি: ग़ुलाम) হচ্ছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। নব্বইয়ের দশকের অন্যতম এই জনপ্রিয় চলচ্চিত্রে আমির খান এবং রাণী মুখার্জী মুখ্য ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বিক্রম ভাট। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৮ সালের চলচ্চিত্র কব্জা এর পুনঃনির্মাণ এই গোলাম, কজাও বিশেষ ফিল্মস প্রডাকশন দ্বারা প্রযোজিত হয়েছিলো।[২] কব্জা চলচ্চিত্রটি আবার ১৯৫৪ সালের ইংরেজি চলচ্চিত্র অন দ্যা ওয়াটার ফ্রন্ট দ্বারা অনুপ্রাণিত ছিলো।[৩] গোলাম চলচ্চিত্রে আমির আর রাণীর অভিনয় ভালো হয়েছিলো এবং চলচ্চিত্রটি তুমুল দর্শকপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছিলো।[৪] এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান ভারতের বিভিন্ন শহরের তরুণ-তরুণীদের পাগল করে দিয়েছিলো।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গোলাম
(ইংরেজি)