গোলাম জিলানী চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম জিলানী চৌধুরী
সুনামগঞ্জ-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯১
পূর্বসূরীসুরঞ্জিত সেনগুপ্ত
উত্তরসূরীসুরঞ্জিত সেনগুপ্ত
ব্যক্তিগত বিবরণ
জন্মসুনামগঞ্জ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
পেশারাজনীতিবিদ

গোলাম জিলানী চৌধুরী বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একজন রাজনিতিবিদ১৯৮৮ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য তিনি।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

গোলাম জিলানী চৌধুরী ১লা মার্চ ১৯২২ ইংরেজীতে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তাড়ল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩৭ ইং বৃত্তি সহকারে দিরাই এম.ই স্কুল এবং পরবর্তীতে ১৯৪১ইং সনে বানিয়াচং হাইস্কুল হইতে মেট্রিক পাস করেন। ১৯৪৫ইং সালে সিলেট এম.সি কলেজ হইতে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৫৫ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে এল.এল.বি পাস করিয়া সিলেট জেলা বারে আইন পেশা শুরু করেন।১৯৫৯ ইং সালে চেম্বারশীপ পরীক্ষায় পাস করিয়া ঢাকা হইকোর্টের আইনজীবী হিসাবে যোগদান করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

১৯৪৬ ইং সন হইতে ছাত্র অবস্থায় রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং ১৯৪৭ সালে সিলেট গণভোটে পাকিস্তানের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সহিত রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন। ১৯৫৬ইং সালে শেরে বাংলা এ.কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টিতে সিলেট জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৬৮ইং সনে তিনি কে.এস.পি হইতে পদত্যাগ করিয়া পি.ডি.পিতে যোগদান করিয়া উক্ত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৪ ইং সনে সিলেট বিশ্ববিদ্যালয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং সিলেট বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৭৮ইং সনে জাতীয় রাজনীতিতে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং সুনামগঞ্জ জেলার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নিযুক্ত হইয়া দলকে সংগঠিত করেন এবং ১৯৭৯ ইং সনে সংসদ নির্বাচন প্রার্থী হইয়া নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮২ সাল পর্যন্ত জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৮৪ইং সনে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং আহবায়ক নির্বাচিত হইয়া সিলেট জেলার ব্যাপক উন্নয়নে অংশগ্রহণ করেন। ১৯৮৮ ইং নির্বাচনে জাতীয় পার্টি হইতে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। বার্ধক্য জনিত কারনে ১৯৯১ সনে জাতীয় রাজনীতি হইতে অবসর গ্রহণ করেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 

https://mirror16.com/2022/04/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০২২ তারিখে