গোলাঘাট প্রকৌশল কলেজ
গোলাঘাট অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয় | |
নীতিবাক্য | ज्ञान निष्ठा परिश्रमेन प्रसरनु |
---|---|
স্থাপিত | ২০১৮ |
অধ্যক্ষ | সত্যজিৎ পল |
স্নাতক | ১৮০ (প্রতি বছর) |
অবস্থান | বোগরিজেং গোলাঘাট , , |
শিক্ষাঙ্গন | পল্লী |
সংক্ষিপ্ত নাম | জিইসি |
অধিভুক্তি | আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায় অবস্থিত আসামের ষষ্ঠ তম সরকারি প্রকৌশল কলেজ। কলেজটি ২০১৮ সালে আসাম সরকার প্রতিষ্ঠা করেছিল। ২০১২ সালের ১ই মার্চ আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গোলাঘাট জেলার গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা আসাম সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছিল।[১] কলেজটি ২০১৯ সালের ৫ই ফেব্রুয়ারি আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।[২]
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ বিটেক ডিগ্রি প্রদান শুরু করে। কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত এবং আসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
বিভাগ সমূহ
[সম্পাদনা]কলেজটিতে আসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিনে সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উপর চার বছরের বিটেক ডিগ্রি প্রদান করে।
বিভাগ | সময় | আসন |
---|---|---|
সিভিল ইঞ্জিনিয়ারিং | ৪ বছর | ৬০ |
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৪ বছর | ৬০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৪ বছর | ৬০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Foundation stone"। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮।
- ↑ "Assam's Golaghat gets its 1st engineering college"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৯।