বিষয়বস্তুতে চলুন

গলাচিপা সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গলাচিপা সরকারি কলেজ
গলাচিপা সরকারি কলেজের লোগো
ধরনসরকারি
স্থাপিত১ জুলাই ১৯৬৯; ৫৪ বছর আগে (1969-07-01)
অধিভুক্তি
অধ্যক্ষমোঃ ফোরকান কবির[১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬৮ জন
শিক্ষার্থীআনু. ৪০০০ জন
অবস্থান,
ভাষাবাংলা, ইংরেজি
ইআইআইএন১০২৩৩১[২]
ওয়েবসাইটwww.banbeis.gov.bd
মানচিত্র

গলাচিপা সরকারি কলেজ বাংলাদেশের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি (পাস) শ্রেণিতে পাঠদান করা হয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত করা হয়। শিক্ষার মানের দিক থেকে পটুয়াখালী জেলার মধ্যে প্রতিষ্ঠানটি অন্যতম একটি সেরা কলেজ।[৩]

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৯ খ্রিষ্টাব্দে স্থানীয় গণ্যমান্য মানুষের প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭২ সালে বি.এ (পাস) কোর্স ও ১৯৯৮ সালে স্নাতক শ্রেনী খোলা হয়। ১৯৮০ সালের ১ জানুয়ারি কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারিকরণ করা হয়।[৩]

একাডেমিক গঠন[সম্পাদনা]

বর্তমানে উক্ত কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি (পাস) সকল শ্রেণীতে প্রায় ৪০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

একাডেমিক কোর্সসমূহ[সম্পাদনা]

এইচএসসি

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট ৫টি শাখায় পড়াশোনা করার সুযোগ রয়েছে–

  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা
  • কারিগরি
  • বিএম
জাতীয় বিশ্ববিদ্যালের অধিভুক্ত ডিগ্রি (পাস) স্তর

জাতীয় বিশ্ববিদ্যালের অধিভুক্ত ডিগ্রি (পাস) স্তরে মোট ৪টি ক্যাটাগরিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে–

  • বিএ
  • বিএসএস
  • বিবিএস
  • বিএসসি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালের অধীনে ডিগ্রি স্তর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালের অধীনে ডিগ্রি স্তরে মোট ২টি ক্যাটাগরিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে–

  • বিএ
  • বিএসএস

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমানে উক্ত কলেজ ক্যাম্পাসের মোট আয়তন ৯.৬৮ একর।[৩]

ইউনিফর্ম[সম্পাদনা]

ইউনিফর্ম হিসেবে ছাত্রদের সাদা জামা ও কালো প্যান্ট এবং মেয়েদের সাদা স্যালোয়ার কামিজ বা সাদা বোরকা পরিধান করতে হয় এবং ছেলে ও মেয়ে উভয়কে ইউনিফর্ম এর সাথে কলেজ ব্যাচ দেওয়া বাধ্যতামূলক।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অধ্যক্ষ পরিচিতি"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  2. "গলাচিপা সরকারি কলেজ"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  3. "প্রতিষ্ঠান সম্পর্কে"। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪ 
  4. "ইউনিফর্ম"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪