খাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot (আলোচনা | অবদান) কর্তৃক ০০:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আয়ারল্যান্ডের রয়্যাল ক্যানেল

খাল মানুষের তৈরি পানির গতিপথ। খাল সাধারণত দুই রকমের হয়,

১. মানুষের ব্যবহার যেমন মিষ্টি পানি নেওয়া বা কৃষিকাজের জন্য জল বা পানির সংরক্ষণ বা পানি বয়ে নেওয়ার জন্য খাল।
২. যোগাযোগ বা পরিবরণের জন্য যেমন বড় বড় পন্যবাহী জাহাজ গামী খাল। যা সাধারণত একাধিক হ্রদ, নদী বা সাগরকে সংযুক্ত করে। যেমন সুয়েজ খাল, পানামা খাল

এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে দিয়ে অতিবাহিত শহুরে খাল বলে একধরনের খাল আছে। যেমন ভেনিস, আমস্টারডাম অথবা ব্যাংকক

তথ্যসূত্র

বহিঃসংযোগ