খন্দকার মোহাম্মদ খুররম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(খান্দকার মোহাম্মদ খুররম থেকে পুনর্নির্দেশিত)
খন্দকার মোহাম্মদ খুররম
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
উত্তরসূরীসেরাজুল হক
শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৫৩
শেরপুর জেলা
মৃত্যু১৪ এপ্রিল ২০১৮
বারডেম হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল
সন্তানদুই মেয়ে ও এক ছেলে

খন্দকার মোহাম্মদ খুররম (১ জানুয়ারি ১৯৫৩-১৪ এপ্রিল ২০১৮) বাংলাদেশের শেরপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযাদ্ধা ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

খন্দকার মোহাম্মদ খুররম ১ জানুয়ারি ১৯৫৩ সালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গার হাঁসধরা গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

খন্দকার মোহাম্মদ খুররম বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি জাসদ নেতা ছিলেন। ১৯৮৬ সালের নির্বাচনের পরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পূর্বে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।[৩]

তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (সিরাজ) মনোনয়নে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ মেয়াদে উপমন্ত্রীর পদমর্যাদায় শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।[৩]

তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

মৃত্যু[সম্পাদনা]

খন্দকার মোহাম্মদ খুররম ৪ এপ্রিল ২০১৮ সালে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৩][৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররম আর নেই"জাগোনিউজ২৪.কম। ১৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  4. "শেরপুর-৩ আসনের সাবেক সাংসদ খন্দকার মো. খুররমের ইন্তেকাল | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ১৪ এপ্রিল ২০১৮। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০