ক্লড বুকানন টাইসহার্স্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্লড বুকানন টাইসহার্স্ট (১৮৮১-১৭ ফেব্রুয়ারি, ১৯৪১) ছিলেন একজন ব্রিটিশ পক্ষীবিদ

টাইসহার্স্ট সাসেক্সের সেইন্ট লিওনার্ড-অন-সিতে জন্মগ্রহণ করেন। টনব্রিজ স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি পরবর্তীতে কেমব্রিজের সেন্ট জনস কলেজ থেকে শিক্ষা লাভ করেন।[১] শুরুর দিকে তিনি একজন চিকিৎসক হিসেবে তিনি প্রশিক্ষিত হন। কিন্তু খুব তাড়াতাড়িই তিনি একজন পক্ষী-সংগ্রাহকে রূপান্তরিত হন। এ উদ্দেশ্যে তিনি হিউ হুইসলারজন লুইস জেমস বনহোটের সাথে ইউরোপ পরিভ্রমণ করেন।

তার সংগৃহীত দশ হাজার পাখির চামড়া তিনি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে দান করে দেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে তিনি শল্যচিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মক্ষেত্র ছিল বসরাকোয়েটায়। যুদ্ধের পর তাকে দক্ষিণ এশিয়ায় পাখি বিষয়ক কর্তৃত্ব দেওয়া হয়।

টাইসহার্স্ট আরেকজন পক্ষীবিদ নরম্যান ফ্রেডরিক টাইসহার্স্টের ভাই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ticehurt, Claud Buchanan in Venn, J. & J. A., Alumni Cantabrigienses, Cambridge University Press, 10 vols, 1922–1958.

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Obituary. Ibis 1941:321-335
  • Warr, F. E. 1996. Manuscripts and Drawings in the ornithology and Rothschild libraries of The Natural History Museum at Tring. BOC.

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • C B Ticehurst প্রাকৃতিক ইতিহাস জাদুঘর।