বিষয়বস্তুতে চলুন

ক্যালিফোর্নিয়া কন্ডর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্যালিফোর্নিয়া কন্ডর
সময়গত পরিসীমা: ০.২৫–০কোটি প্রাক প্লাইস্টোসিনহলোসিন
সান দিয়েগো চিড়িয়াখানায়, যুক্তরাষ্ট্র
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিম্যালিয়া
পর্ব: কর্ডাটা
শ্রেণী: এভস
বর্গ: Cathartiformes
পরিবার: Cathartidae
গণ: Gymnogyps
Lesson, ১৮৪২
প্রজাতি: G. californianus
দ্বিপদী নাম
Gymnogyps californianus
(Shaw, ১৭৯৭)
প্রতিশব্দ

Genus-level:

  • Antillovultur Arredondo, ১৯৭৬
  • Pseudogryphus Ridgway, ১৮৭৪

Species-level:

  • Vultur californianus Shaw, ১৭৯৭
  • Gymnogyps amplus L. H. Miller, ১৯১১

ক্যালিফোর্নিয়া কন্ডর (Gymnogyps californianus) হচ্ছে নতুন বিশ্ব শকুন, উত্তর আমেরিকার সব থেকে বড় ভূমির পাখি। ১৯৮৭ সালে তারা বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় অথবা শিকারীদের হাতে ধরা পড়ে। এরা পূনরায় উত্তর আরিজোনা এবং দক্ষিণ উটাহ, মধ্য ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলের পর্বতে এবন উত্তরের বাজা ক্যালিফোর্নিয়াতে বংশবিস্তার করে। এরা উত্তর আমেরিকার সব থেকে ভারী পাখি। পৃথিবীর দীর্ঘজীবী পাখিদের মধ্যে ক্যালিফোর্নিয়া শকুন অন্যতম, এদের জীবনকাল ৬০ বছর পর্যন্ত হতে পারে[]। এরা পৃথিবীর বিরলতম পাখি দলের সদস্য, ২০১৫ সাল পর্যন্ত ৪৩৫ টি ক্যালিফোর্নিয়া শকুন বন্দী অথবা মুক্ত অবস্থায় বেঁছে ছিলো[] । শিকার, বিষ প্রয়োগ, বাসস্থান ধ্বংসের কারণে ২০ শতকে এদের সংখ্যা কমতে শুরু করেছে।[]

শ্রেণিবিন্যাস

[সম্পাদনা]

১৭৯৭ সালে ইংরেজ প্রকৃতিবিদ জর্জ শ ক্যালিফোর্নিয়া কন্ডরের নামকরণ করেন Vultur californianus। প্রথমদিকে এদেরকে আন্দিয়ান কন্ডর এর সাথে একই গোত্রে স্থান দেওয়া হয়। কিন্তু আন্দিজের শকুনের সাথে মার্কিং, পাখার পরিমাপে, খাদ্যাভ্যাসে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হওয়ায় এদেরকে বর্তমান গোত্রে স্থানান্তরিত করা হয়। এদের জেনেরিক না Gymnogyp এসেছে গ্রীক শব্দ gymnos/γυμνος থেকে যার অর্থ নগ্ন এবং gyps/γυψ অর্থ শকুন। এদের প্রজাতি নাম ক্যালিফোর্নিয়াস এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। কন্ডর শব্দটি এসেছে কুইচুয়া ভাষার কুন্তুর থেকে।

বর্ণনা

[সম্পাদনা]

প্রাপ্তবয়স্ক ক্যালিফোর্নিয়া শকুনের আয়ের রঙ কালো, দুই ডানার নিচের পাশে ত্রিকোনাকার সাদা ব্যান্ড। এদের পা ও পায়ের পাতা ধূরস, আইভরি রঙের চঞ্চু, গলার কাছে বিশেষ ধরনের কালো পাখনা, চোখ বাদামী লাল।

বাসস্থান

[সম্পাদনা]

এই শকুনেরা পাথুরে গুল্মভূমিতে, ক্যালিফোর্নিয়ায় জংগলে এবং ওক সাভানায় বাস করে। এরা ক্লিফ অথবা বড় গাছে বাসা বাঁধে। এদের পরিভ্রমনের এলাকা সুবিশাল, একেকটি পাখি মৃত গলা পশুর সন্ধানে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে। এই পাখির জন্য দুটো স্যানচুয়ারি উৎসর্গ করা হয়েছে। এর একটি স্যান রাফায়েল উইলডারনেসের সিসকুয়ক কন্ডর স্যানচুয়ারি এবং লস প্যাড্রেস জাতীয় বনের সেসপে কন্ডর স্যানচুয়ারি।

স্বভাব

[সম্পাদনা]

এরা ১৫,১০০ ফুটের উপর দিয়ে ৯০ কিলোমিটার/ঘণ্টা বেগে উড়তে পারে। এরা ৬০ বছর পর্যন্ত বাঁচে। মানুষ ছাড়াও এদের আরো কিছু প্রাকৃতিক শত্রু আছে। শকুন ঘন ঘন গোছল করে, নিজেদের পাখনা সাফ করতে এরা দিনের মধ্য কয়েক ঘণ্টা ব্যয় করে। এরা মৃত পশু খায়। ক্যারিয়নের সন্ধানে এরা ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে বেড়ায়।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gymnogyps californianus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. "Once nearly extinct, the California condor nears new milestones"CNN (ইংরেজি ভাষায়)। এপ্রিল ২৭, ২০১১। 
  3. "California Condor Recovery Program" (ইংরেজি ভাষায়)। U.S. Fish & Wildlife Service U.S. Fish & Wildlife Service। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬ 
  4. "San Diego Zoo's Animal Bytes: California Condor" (ইংরেজি ভাষায়)। The Zoological Society of San Diego's Center for Conservation and Research for Endangered Species। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]