ক্যাম্প ডেভিড চুক্তি
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
Framework for Peace in the Middle East and Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel | |
---|---|
![]() | |
ধরণ | Bilateral treaty |
স্বাক্ষর | ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ |
স্থান | Washington, DC, United States |
মূল স্বাক্ষরকারী | Egypt Israel |
স্বাক্ষরকারী | Menachem Begin (Prime Minister of Israel) Anwar Sadat (President of Egypt) Jimmy Carter (President of the United States of America) |
Ratifiers | Egypt Israel |
ভাষা | English French |
ক্যাম্প ডেভিড চুক্তি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Menachem Begin ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস এবং এতে মধ্যস্ততা করেন , মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এই চুক্তির জন্য সাদাত ও বেগিন ১৯৭৮ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।
==ফলাফল==ইসরায়েলের দখলকৃত সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিবে এবং এই এলাকায় সায়ত্তশাসনের ব্যবস্থা করা হবে।ইসরাইল সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিলেও অধিকৃত এলাকার স্বায়ত্তশাসন কখনো দেয়নি। এই চুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন ১৯৭৮ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।