কাপুয়েরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ক্যাপুয়েরা থেকে পুনর্নির্দেশিত)
কাপুয়েরা
ব্রাজিলের রাস্তায় কাপুয়েরা
লক্ষ্যলাথি
উৎপত্তির দেশব্রাজিল ব্রাজিল

কাপুয়েরা হল এক ধরনের ব্রাজিলীয় সমরকলা যেটিতে নাচ ও সঙ্গীতের উপাদানের সম্মিলন ঘটেছে। এটি ব্রাজিলে সৃষ্ট একটি সমরকলা যেটি ১৬শ শতাব্দীর ব্রাজিলীয় স্থানীয়দের প্রভাবে আফ্রিকান ক্রীতদাসদের বংশধরেরা সৃষ্টি করেছিল। এটি দ্রুত এবং জটিল ঘূর্ণন, পায়ের কাজ, ক্ষমতা, গতির জন্য পরিচিত। "কাপুয়েরা" শব্দটি সম্ভবত দক্ষিণ আমেরিকার আদিবাসীদের তুপি ভাষা থেকে এসেছে, যা বলতে ব্রাজিলের অভ্যন্তরভাগে কম গাছপালাপূর্ণ এলাকা বুঝায়।

উৎপত্তি[সম্পাদনা]

১৬শ শতাব্দীতে পর্তুগাল ছিল বিশ্বের বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্যগুলির একটি, কিন্তু পর্তুগিজদের মানুষের ঘাটতি ছিল। ব্রাজিলীয় উপনিবেশে অনেক ইউরোপীয় ঔপনিবেশিকদের মত পর্তুগিজরা দাস দিয়ে কর্মীদের এই ঘাটতি সরবরাহ করে। ঔপনিবেশিকরা শুরু থেকে ব্রাজিলীয় স্থানীয়দের অভিভূত করার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের জমির সঙ্গে ছিল ঘনিষ্ঠতা যে কারণে প্রমাণিত হয় তা করা খুব কঠিন। সমাধান হিসেবে আফ্রিকা থেকে ক্রীতদাসদের আমদানি করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ""O Brasil no quadro do Antigo Sistema Colonial" (in Portuguese)"। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Capoeira