কোচবিহার রাজবাড়ি
কোচবিহার রাজবাড়ি | |
---|---|
কোচবিহার রাজবাড়ির সম্মুখভাগ | |
![]() | |
সাধারণ তথ্য | |
স্থাপত্য রীতি | ক্ল্যাসিক্যাল ওয়েস্টার্ন / ইতালীয় রেনেসাঁ |
অবস্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত |
নির্মাণ শুরু হয়েছে | ১৮৮৭ |
গ্রাহক | মহারাজা নৃপেন্দ্র নারায়ণ |
কোচবিহার রাজবাড়ি (অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। ১৮৮৭ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল।
কোচবিহার রাজবাড়ি ইষ্টক-নির্মিত। এটি ক্ল্যাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। মোট ৫১,৩০৯ বর্গফুট (৪,৭৬৬.৮ মি২) এলাকার উপর ভবনটি অবস্থিত। বাড়িটি ৩৯৫ ফুট (১২০ মি) দীর্ঘ ও ২৯৬ ফুট (৯০ মি) প্রশস্ত। এর উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি (১.৪৫ মি)। ভবনের কেন্দ্রে একটি সুসজ্জিত ১২৪ ফুট (৩৮ মি) উঁচু ও রেনেসাঁ শৈলীতে নির্মিত দরবার হল রয়েছে। এছাড়া বাড়িতে রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, গ্রন্থাগার, তোষাখানা, লেডিজ গ্যালারি ও ভেস্টিবিউল। যদিও এই সব ঘরে রাখা আসবাব ও অন্যান্য সামগ্রী এখন হারিয়ে গিয়েছে।[১]
রাজবাড়ির ভেতরে কি কি রয়েছে আরও দেখুন[সম্পাদনা]
পাদটীকা[সম্পাদনা]
