কোকড়াঝাড় রেলওয়ে স্টেশন
অবয়ব
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | কোকড়াঝাড় জেলা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°২৪′১৮″ উত্তর ৯০°১৬′২৭″ পূর্ব / ২৬.৪০৫০° উত্তর ৯০.২৭৪১° পূর্ব |
উচ্চতা | ৪৯ মিটার (১৬১ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
লাইন | নতুন জলপাইগুড়ি–নতুন বোঙ্গাইগাঁও রেলপথ |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৪ |
সংযোগসমূহ | অটো স্ট্যান্ড |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | KOJ |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
কোকড়াঝার রেলওয়ে স্টেশন হল আসামের কোকরাঝার জেলার একটি প্রধান রেলওয়ে স্টেশন। এর কোড হল KOJ। এটি কোকরাঝার শহরে পরিষেবা প্রদান করে। স্টেশনটি তিনটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। স্টেশনটি উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ের বারাউনি-গৌহাটি লাইনের নিউ জলপাইগুড়ি-নতুন বোঙ্গাইগাঁও অংশে অবস্থিত। এই স্টেশনটি আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অন্তর্গত।
ট্রেন
[সম্পাদনা]কোকড়াঝাড় থেকে যে কয়েকটি প্রধান ট্রেন চলে:
- নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
- হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
- আনন্দ বিহার-কামাখ্যা উত্তরপূর্ব এক্সপ্রেস
- ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস
- গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্ট।কাজিরাঙ্গা এক্সপ্রেস
- কলকাতা-গৌহাটি গরীব রথ এক্সপ্রেস
- দিল্লী-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল
- ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেস
- ডঃ আম্বেদকর নগর-কামাখ্যা এক্সপ্রেস
- আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস
- উদয়পুর শহর-কামাখ্যা কবি গুরু এক্সপ্রেস
- ভগত কি কোঠি-কামাখ্যা এক্সপ্রেস
- গান্ধীধাম-কামাখ্যা এক্সপ্রেস
- কামাখ্যা-গয়া সাপ্তাহিক এক্সপ্রেস
- নতুন তিনসুকিয়া-রাজেন্দ্র নগর সাপ্তাহিক এক্সপ্রেস
- তিরুবনন্তপুরম-শিলচর অরোনাই এক্সপ্রেস
- শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস