কে. আলী কুট্টি মুসলিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কে. আলী কুট্টি
মুসলিয়ার
২০১৬ সালে কে. আলী কুট্টি মুসলিয়া
সাধারণ সচিব
সমস্ত কেরালা জমিয়াতুল উলামা
পূর্বসূরীচেরুসেরি জয়নুদ্দিন মুসলিয়ার
প্রধান শিক্ষক
জামিয়া নুরিয়া আরবি কলেজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৫ (বয়স ৭৮–৭৯)
থিরুকড়, পেরিন্তালমান্না
জাতীয়তাভারতীয়
শিক্ষাস্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ)
প্রাক্তন শিক্ষার্থীজামিয়া নুরিয়া আরবি কলেজ
পেশামুসলিম পণ্ডিত

কে. আলী কুট্টি (জন্ম ১৯৪৫) উপাধি মুসলিয়ার হলেন দক্ষিণ ভারতের কেরালার একজন মুসলিম পণ্ডিত। তিনি বর্তমানে উত্তর কেরালার সুন্নি-শাফিয়ি পণ্ডিতদের সংগঠন সামস্থ কেরালা জামিয়্যাতুল উলামার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। [১] [২]

তিনি জামিয়া নুরিয়া আরবি কলেজ, পেরিন্থালমান্না (২০০৩-বর্তমান) এবং পোন্নানী মাওনাতুল ইসলাম আরবি কলেজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৩][১]

জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

কে. আলী কুট্টি ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন।[৪] তিনি ১৯৬৮ সালে জামিয়া নুরিয়া আরবি কলেজ, পেরিন্তালমন্না (মৌলভী ফাজিল ফাইজি) থেকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।[৫]

মুসলিয়ার বিশ বছর বয়সে (১৯৬৫) থিরুকড় গ্রামের কাজী হিসাবে নিযুক্ত হন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৭০ সালে কে. আলী কুট্টি মুসলিয়ারকে পেরিন্তালমন্না তালুক সাধারণ সম্পাদক, সমস্থ কেরালা জমিয়্যাতুল উলামা এবং ১৯৭৬ সালে সমস্থের মালাপ্পুরম জেলা যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছিল। ১৯৮৬ সালে তিনি সমস্থের মুশাওয়ারার অন্তর্ভুক্ত হন এবং ১৯৯১ সালে তিনি সুন্নি যুবজানা সংঘাম (এসওয়াইএস)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ সালে মুসলিয়ার জামিয়া নুরিয়া (১৯৯১ সাল পর্যন্ত আরবি সাহিত্য এবং ১৯৯১এসাল থেকে ফিকহ) শিক্ষাদান শুরু করেন এবং ২০০৩ সালে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।[৬]

মুসলিয়ার বর্তমানে সমস্থ কেরালা জমিয়্যাতুল উলামার সাধারণ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]

পদ[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • সভাপতি, পোন্নানী মাওনাতুল ইসলাম আরবি কলেজ (২০০০ সাল থেকে)[৩]
  • সহ-সভাপতি, কেরালা রাজ্য মুসলিম এতিমখানা সমন্বয় কমিটি (২০০৪ থেকে)[৬]
  • সাধারণ সম্পাদক, ভেত্তাতুর আনোয়ারুল হুদা ইসলামিক কমপ্লেক্স
  • সহ-সভাপতি, থিরুকড় আনোয়ারুল হুদা ইসলামিক কমপ্লেক্স
  • সাধারণ সম্পাদক, আনোয়ারুল হুদা ইসলামিক কমপ্লেক্স[১০]
  • জেনারেল ম্যানেজার, আনোয়ারুল ইসলাম ইনস্টিটিউশন, থিরুকড়, কেরালা (১৯৭০ থেকে)
  • সভাপতি, বড়করা হুজ্জাতুল ইসলাম আরবি কলেজ (২০০৫ থেকে)

চেয়ারম্যান[সম্পাদনা]

প্রকাশনা[সম্পাদনা]

  • ভাইস চেয়ারম্যান, সুপ্রভাথম দৈনিক (২০১৪ থেকে) [১৩]
  • সুন্নি আফকার (২০০৫ থেকে) [৬]
  • আল-মুআল্লিম মাসিক (২০০৯ থেকে) [৬]
  • আন-নূর মাসিক, আরবি ভাষায় (২০০৯ থেকে) [১৪]
  • মুসলিম লোকাম ইয়ার বুক

সেমিনার[সম্পাদনা]

  • আন্তর্জাতিক ইসলামিক সেমিনার (১৯৮৬, হায়দ্রাবাদ) - 'ইসলামিক ফিকহ অনুযায়ী সমসাময়িক সমস্যার সমাধান' (লিবিয়ান দূতাবাস)[৬]
  • জাতীয় সেমিনার (১৯৮৯, হায়দ্রাবাদ) - 'আরবি ও ফার্সি সিলেবাসের পুনর্গঠন' (ইংরেজি ও বিদেশী ভাষার কেন্দ্রীয় ইনস্টিটিউট)।[৬]
  • আরবি ভাষা ও সাহিত্য রিফ্রেশার কোর্স (১৯৯৮-৯৯, কেরালা) (বিশ্ববিদ্যালয় কলেজ)[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "K. Ali Kutty Musliyar"Jamia Nooriyya Arabic College। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Shawwal Crescent Not Sighted, Kerala to Celebrate Eid on Tuesday"Malayala Manorama। ১ মে ২০২২। 
  3. "Maunathul-Islam Association Committee"Maunathul-Islam Sabha Ponnani। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Magazine Editor"Al-Noor Magazine। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "K. Ali Kutty Musliyar"Jamia Nooriya Arabiyya। ১০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "K. Ali Kutty Musliyar"Al-Noor Magazine। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  7. Bovikan, Fayaz (২৩ অক্টোবর ২০১৩)। "Prof. Alikutty Musliyar Appointed Qazi by United Jama'at"Mangalorean। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "Dr. Turkey receives the Sheikh of Jamia Nooriya in Kerala"Muslim World League। ২৩ ডিসেম্বর ২০১৫। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Co-ordination of Islamic Colleges"Wafy CIC। ১৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "Magazine Editor"Al-Noor Magazine। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. "Faculties Jamia Nooriya"Jamia Nooriya। ১০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. United News of India (২০০৬-০৯-২১)। "Haj Committee Re-constituted"One India 
  13. "Suprabhaatham"Suprabhaatham Daily 
  14. "Al-Noor Magazine Editorial Board"Al-Noor Magazine। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।