কুষ্ঠিগিরি

স্থানাঙ্ক: ২৩°৪৫′৩৮″ উত্তর ৮৭°৩২′১১″ পূর্ব / ২৩.৭৬০৫° উত্তর ৮৭.৫৩৬৩৬৭° পূর্ব / 23.7605; 87.536367
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Khustigiri
Village
Khustigiri পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
Khustigiri
Khustigiri
Khustigiri ভারত-এ অবস্থিত
Khustigiri
Khustigiri
Location in West Bengal, India
স্থানাঙ্ক: ২৩°৪৫′৩৮″ উত্তর ৮৭°৩২′১১″ পূর্ব / ২৩.৭৬০৫° উত্তর ৮৭.৫৩৬৩৬৭° পূর্ব / 23.7605; 87.536367
Country India
StateWest Bengal
DistrictBirbhum
সরকার
 • শাসকGram panchayat
Languages
 • OfficialBengali, English
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-WB
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটwb.gov.in

কু্ষ্ঠিগিরি (কুশটিকুরি হিসাবে আদমশুমারীতে উল্লিখিত) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার ইলামবাজার সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম। এটি সিউড়ি থেকে ১৬ কিলোমিটার (৯.৯ মাইল ) দূরে অবস্থিত ।

সংক্ষিপ্ত বিবরণ[সম্পাদনা]

কুষ্ঠিগিরি জায়গা টি দরগা শরীফের জন্য বিখ্যাত । এটি শিক্ষা লাভের একটি জায়গা এবং বিশ্বাস করা হয়

মনের প্রশান্তি এবং রোগ ও মানসিক সঙ্কট থেকে মুক্ত থাকার একটি জায়গা । এই পবিত্র স্থানটি তাঁর আধ্যাত্মিক গুরু মখদুম শাহ আরজানির আদেশে মানব জাতির সেবা করার জন্য প্রায় ৫০০ বছর আগে মহান সূফী সাধক সৈয়দ শাহ আবদুল্লাহ করমানি প্রতিষ্ঠা করেছিলেন। শান্ত নির্মল পরিবেশ জাতি, বর্ণ, ধর্ম এবং ধর্ম নির্বিশেষে সকলের মনকে আকর্ষণ করে। সূফী সাধক আবদুল্লাহ করমানি (সংক্ষেপে কেরমানি বাবা) মানবজাতির সেবার জন্য খানকাহ, জামে মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানাঅতিথিথিশালা, নহবত খানা, গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। এগুলি ছাড়াও এই জায়গার আকর্ষণগুলিহ'ল জোড়া গম্বুজ যুক্ত কেরমানি বাবার মাজার, পবিত্র গঙ্গাগোর, খাস মহল, ১৪ জন কাজীর সমাধি, হযরত যাদুঘর ,ঐতিহাসিক তেঁতুল গাছ, বড় মঞ্চ, নতুন মিনার, সুন্দর বাগান এবং দর্শনীয় স্থানে রয়েছে কারমানির বড় ও সুন্দর সমাধি এবং করমানির বংশধরদের মাজারগুলি। এখানে বেশ কয়েকটি অনুষ্ঠা হয়৷ ন এবএই ং অনুষ্ঠান সারা বছর ধরে অনুষ্ঠিত হয়। এই দরগাহের অধীনে অনেকগুলি কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে খোলা হচ্ছে। [১]

ইতিহাস[সম্পাদনা]

কথিত আছে যে, একজন মুসলিম সাধক সাইয়াদ শাহ আবদুল্লাহ কিরমানি যখন তার নিজের দেশ কিরমান ( ইরান) ছেড়ে চলে গিয়েছিল । ১৬৩০ খ্রিস্টাব্দে শাহ জাহানের আমলে পাটনায় মারা যাওয়া এক মুসলিম সাধকের শাহ আরজানির সাথে দেখা হয়। শাহ আরজানী তাঁকে বাংলায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তাকে চম্বেলি কাঠের দাঁত মাজার কাঠি দিয়েছিলেন। তিনি তাকে এমন জায়গায় থাকতে বললেন যেখানে দাঁত মাজার সেই কাঠিটি টাটকা এবং সবুজ হয়ে গেছে। তিনি বীরভূম পৌঁছে বারগাঁওয়ে অবস্থান করেন।সেখানে তিনি বেশ কয়েকটি অলৌকিক কাজ করেছিলেন ( কেরামত ) কিন্তু দাঁত মাজার কাঠিটি অপরিবর্তিত ছিল। তারপরে তিনি কুষ্ঠিগিরিতে চলে যান। সেখানে এক সকালে তিনি তার দাঁত মাজার কাঠি টিকে সতেজ এবং সবুজ হয়ে উঠতে দেখেন। তিনি এটি রোপণ করেছিলেন এবং শীঘ্রই এটি একটি বড় গাছে পরিণত হয়েছে। শাহ আবদুল্লাহ সাপের উপর তাঁর ক্ষমতার জন্য বিশেষভাবে বিখ্যাত। তাঁর দরগা তাঁর বংশধরদের হাতে রয়েছে এবং অসংখ্য তীর্থযাত্রী তাঁর কাছে যান। [২]

ভূগোল[সম্পাদনা]

Cities and towns in Bolpur subdivision of Birbhum district
M: municipal city/ town, CT: census town, R: rural/ urban centre, U: University.
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

অবস্থান[সম্পাদনা]

কুষ্ঠিগিরি এ অবস্থিত ২৩°৪৫′৩৮″ উত্তর ৮৭°৩২′১১″ পূর্ব / ২৩.৭৬০৫° উত্তর ৮৭.৫৩৬৩৬৭° পূর্ব / 23.7605; 87.536367

দ্রষ্টব্য: মানচিত্রটি বরাবর এলাকার কয়েকটি উল্লেখযোগ্য অবস্থান উপস্থাপন করেছে। মানচিত্রে চিহ্নিত সমস্ত স্থান বৃহত্তর পূর্ণ পর্দার মানচিত্রে লিঙ্কযুক্ত।

মেলা[সম্পাদনা]

কুষ্ঠিগিরি তে শাহ আবদুল্লাহ কেরমানির মাজারের নিকটে মহররমশব-ই বারাতের সময় মেদিনী মেলার আয়োজন করা হয়। সর্বোপরি ১১ ই ফাল্গুন থেকে ১৫ ই ফাল্গুন (২৪-১৮ ফেব্রুয়ারি) উরুশ উৎসবে প্রতি বছর লাখ লাখ মানুষ যোগদান করেন । [৩]

জনসংখ্যা[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে কুষ্ঠিগিরির মোট জনসংখ্যা ছিল ১,৯৯৪ জন, যার মধ্যে ১,০৯৯ (৫২%) পুরুষ এবং ৯৫৫ (৪৮%) মহিলা ছিলেন। জনসংখ্যার ৬ বছরের নীচে ছিল ২৯৪ জন । কুষ্ঠিগিরিতে মোট সাক্ষরতার সংখ্যা ছিল ১২৪৩ (৬ বছরেরও বেশি জনসংখ্যার ৭৩.১২%)। [৪]

পরিবহন[সম্পাদনা]

কুষ্ঠিগিরি পানরুই-কুর্মিথা রোডের পাশেই অবস্থিত। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Khustigiri Dargah Sharif"। KDS। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. O’Malley, L.S.S., ICS, Birbhum, Bengal District Gazetteers, p. 132, first published 1910, 1996 reprint, Government of West Bengal
  3. Mukhopadhyay, Aditya, Birbhumer Mela, Paschim Banga, Birbhum Special Issue, pp. 203–214, (in Bengali), February 2006, Information and Culture Deptt., Government of West Bengal
  4. "2011 Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. Google maps

https://web.archive.org/web/20120323123527/http://www.khustigiridargahsharif.in/ https://www.facebook.com / খুস্টিগিরিব্রুম /