কুর্তা নদী
কুর্তা নদী করতা নদী | |
---|---|
অন্য নাম | করতা নদী |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর দিনাজপুর জেলা |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | করতোয়া নদী |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ১৫ কিলোমিটার (ভারত) |
নিষ্কাশন |
|
কুর্তা নদী হলো করতোয়া নদীর শাখানদী । কুর্তা ছাড়াও এই নদী করতা বা করতো নামে পরিচিত।
গতিপথ[সম্পাদনা]
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার করতোয়া থেকে সৃষ্ট এই নদী বাংলাদেশ হয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত উত্তর গোরাসুহিদ মৌজা দিয়ে ভারতে প্রবেশ করেছে। পরে ঐ জেলারই ঠুনঠনিয়া, বড়ো দামোদর ও বড়ো মির্চার ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে কুর্তা নদী। সংস্কারের অভাবে মজে যেতে বসেছে উত্তর দিনাজপুরের এই নদী।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |