কুরুয়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুরয়া রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
কুরয়া রেলওয়ে স্টেশনের ভবন
অবস্থানকুরয়া, দুমকা জেলা, ঝাড়খণ্ড ৮১৪১১৯
 ভারত
স্থানাঙ্ক২৪°১৪′৫১″ উত্তর ৮৭°১৭′১৬″ পূর্ব / ২৪.২৪৭৬১০° উত্তর ৮৭.২৮৭৭৭২° পূর্ব / 24.247610; 87.287772
উচ্চতা১৬২ মিটার (৫৩১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনজাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহরহমতপুর, দুমকা
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডKURV
অঞ্চল পূর্ব রেল
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু২০১৪[১]
বৈদ্যুতীকরণ২০২১
অবস্থান
কুরয়া রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ড-এ অবস্থিত
কুরয়া রেলওয়ে স্টেশন
কুরয়া রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র
কুরয়া রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
কুরয়া রেলওয়ে স্টেশন
কুরয়া রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র

কুরয়া রেলওয়ে স্টেশন (স্টেশন কোড KURV) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার কুরোয়া গ্রামের শহরে জাসিদিহ-রামপুরহাট সেকশনে অবস্থিত। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের হাওড়া বিভাগে অবস্থিত। এটির গড় উচ্চতা ১৬২ মিটার (৫৩১ ফু) ।

রেললাইনে একক ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ঝাড়খণ্ডের সাঁথাল পরগনা বিভাগের দেওঘর জেলার জাসিডিহ জংশন থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট পর্যন্ত ব্রডগেজ ট্র্যাক। দুমকা যাওয়ার এই রেলপথটি সাঁওতাল পরগনা বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন।

কুরোয়া রেলওয়ে স্টেশনটি নিকটবর্তী গ্রাম রামিদিন্দা, খয়েরবানি, রামপুর, আন্দিপুর, গুহিয়াজোরিতে রেল সংযোগ প্রদান করে।

ইতিহাস[সম্পাদনা]

২০১৪ সালে কুরয়া রেলওয়ে স্টেশন চালু হয়। ৬৪ কিমি (৪০ মা) দুমকা থেকে রামপুরহাট পর্যন্ত অংশটি ৩০ জুন ২০১৪ সালে চালু হয়।[১]

ট্রেন[সম্পাদনা]

জাসিডিহ জংশন এবং রামপুরহাটের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন কুরয়া রেলওয়ে স্টেশনে থামে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dumka–Rampurhat train service flagged off"The Times of India। ৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮