বিষয়বস্তুতে চলুন

কিউঁ কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিউঁকি
क्योंकि
কিউঁকি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রিয়দর্শন
প্রযোজকসুনীল মানচান্দা
চিত্রনাট্যকারপ্রিয়দর্শন
নিরাজ ভোরা
কাহিনিকারপ্রিয়দর্শন
শ্রেষ্ঠাংশেসালমান খান
কারিনা কাপুর
রিমি সেন
ওম পুরি
সুরকারগান:
হিমেশ রেশমিয়া
আবহ সঙ্গীত:
এস. পি. ভেঙ্কটেশ
চিত্রগ্রাহকতিরু
সম্পাদকঅরুণ কুমার
এন. গোপালাকৃষ্ণাণ
পরিবেশকঅরিয়ন পিকচার্স
এমএডি এন্টারটেইনমেন্ট লিমিটেড
মুক্তি২ নভেম্বর, ২০০৫
স্থিতিকাল১৫৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কিউঁকি একটি বলিউডের নির্মিত সিনেমা। এই সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। এখানে অভিনয় করেন সালমান খান, রিমি সেন, কারিনা কাপুর, ওম পুরি, জ্যাকি শ্রফ, সুনিল শেঠি সহ আরও অনেকে। সিমেনাটি পরিচালনা করেন প্রিয়দর্শন। প্রযোজনা করেন সাতিশ কৌশিক। ছবির কাহিনী পরিচালক নিজেই রচনা করেন।

ছবির কাহিনী

[সম্পাদনা]

ছবিতে সালমান খান 'আনন্দ' নামে একটি যুবক ছেলের চরিত্রে অভিনয় করেন। আনন্দ বিদেশে বসবাস করে। সে সেখানে একজন ভারতীও মেয়ের প্রেমে পড়ে যায়। সেই ভারতীও মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন রিমি সেন। মেয়েটির নাম 'মায়া'। মায়ার স্বভাব, সে প্রায়ই আনন্দকে চমকে দিতে পছন্দ করে। সে বেশ কয়েকবার আনন্দকে বিভিন্নভাবে চমকে দেওয়ার চেষ্টা করে। যেমন সে বলতো সে গাড়ি চালাতে পারে না। তখন আনন্দ তাকে গাড়ি চালানো শিখাতে চায়। মায়া গাড়িতে উঠেই দ্রুত বেগে গাড়ি চালাতে থাকে। এতে আনন্দ খুব ভয় পায়। এক সময় সে জানতে পারে এটি মায়ার স্রেফ দুষ্টুমি ছিল। একসময় তাদের বিয়ের দিন ঘনিয়ে আসে। একটি পার্টিতে মায়া বলে সে সাতার কাটতে পারে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]