কিউঁ কি
| কিউঁকি क्योंकि | |
|---|---|
কিউঁকি চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | প্রিয়দর্শন |
| প্রযোজক | সুনীল মানচান্দা |
| চিত্রনাট্যকার | প্রিয়দর্শন নিরাজ ভোরা |
| কাহিনিকার | প্রিয়দর্শন |
| শ্রেষ্ঠাংশে | সালমান খান কারিনা কাপুর রিমি সেন ওম পুরি |
| সুরকার | গান: হিমেশ রেশমিয়া আবহ সঙ্গীত: এস. পি. ভেঙ্কটেশ |
| চিত্রগ্রাহক | তিরু |
| সম্পাদক | অরুণ কুমার এন. গোপালাকৃষ্ণাণ |
| পরিবেশক | অরিয়ন পিকচার্স এমএডি এন্টারটেইনমেন্ট লিমিটেড |
| মুক্তি | ২ নভেম্বর, ২০০৫ |
| স্থিতিকাল | ১৫৬ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
কিউঁকি একটি বলিউডের নির্মিত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ২০০৫ সালে মুক্তি পায়। এখানে অভিনয় করেন সালমান খান, রিমি সেন, কারিনা কাপুর, ওম পুরি, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি সহ আরও অনেকে। সিমেনাটি পরিচালনা করেন প্রিয়দর্শন। প্রযোজনা করেন সাতিশ কৌশিক। ছবির কাহিনী পরিচালক নিজেই রচনা করেন।
ছবির কাহিনী
[সম্পাদনা]ছবিতে সালমান খান 'আনন্দ' নামে একটি যুবক ছেলের চরিত্রে অভিনয় করেন। আনন্দ বিদেশে বসবাস করে। সে সেখানে একজন ভারতীও মেয়ের প্রেমে পড়ে যায়। সেই ভারতীও মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন রিমি সেন। মেয়েটির নাম 'মায়া'। মায়ার স্বভাব, সে প্রায়ই আনন্দকে চমকে দিতে পছন্দ করে। সে বেশ কয়েকবার আনন্দকে বিভিন্নভাবে চমকে দেওয়ার চেষ্টা করে। যেমন সে বলতো সে গাড়ি চালাতে পারে না। তখন আনন্দ তাকে গাড়ি চালানো শিখাতে চায়। মায়া গাড়িতে উঠেই দ্রুত বেগে গাড়ি চালাতে থাকে। এতে আনন্দ খুব ভয় পায়। এক সময় সে জানতে পারে এটি মায়ার স্রেফ দুষ্টুমি ছিল। একসময় তাদের বিয়ের দিন ঘনিয়ে আসে। একটি পার্টিতে মায়া বলে সে সাতার কাটতে পারে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিউঁ কি (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০০৫-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- হিমেশ রেশামিয়া সুরারোপিত চলচ্চিত্র
- মনোরোগ হাসপাতালের পটভূমিতে চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- মালয়ালম চলচ্চিত্রের হিন্দি পুনর্নির্মাণ
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- আত্মহত্যা সম্পর্কে চলচ্চিত্র
- ২০০৫-এর পটভূমিতে চলচ্চিত্র