কাহিনী (কাব্যগ্রন্থ)
অবয়ব
কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯০০ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[২][৩] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্তবর্তী পর্ব"-এর অন্তর্গত।[৩] এতে সর্বমোট আটটি উল্লেখযোগ্য কবিতা রয়েছে।[৪] এই কবিতাগুলি "কথা ও কাহিনী কাব্যগ্রন্থে পুুুুনঃব্যবহার করা হয়েছে।[৫]
কবিতার তালিকা
[সম্পাদনা]" কাহিনী" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল[৪]–
১. কত কী যে আসে
২. গানভঙ্গ
৩. পুরাতন ভৃত্য
৪. দুই বিঘা জমি
৫. দেবতার গ্রাস
৬. নিষ্ফল উপহার
৭. দীনদান
৮. বিসর্জন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কবিতা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ রবীন্দ্রনাথ ঠাকুর : জীবন, সাহিত্য ও দর্শন – বঙ্গভারতী
- ↑ ক খ গ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
- ↑ ক খ কাহিনী – রবীন্দ্র রচনাবলী
- ↑ "কথা ও কাহিনী"। www.onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।