কথা ও কাহিনী (কাব্যগ্রন্থ)
অবয়ব
কথা ও কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২] এতে সর্বমোট ৩৩-টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের "কথা" (১৯০০) এবং "কাহিনী" (১৯০০) – এই দুুটি স্বতন্ত্রকাব্যের সম্মিলিত রূপ।[১][৩]
১৩০৬ বঙ্গাব্দের মাঘ মাসে (১৯০০ খ্রীঃ) "কথা" কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ১৩১০ বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেনের সম্পাদনায় "কথা"-র কবিতাগুলি দুটি অংশে প্রকাশিত হয়। প্রথম অংশের নাম "কথা" এবং দ্বিতীয় অংশের নাম "কাহিনী"। পরে দুটি অংশকে একত্রিত করে "কথা ও কাহিনী" নাম দিয়ে নতুন কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান পাবলিশিং হাউস।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "রবীন্দ্রনাথ ঠাকুর"। Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ "কথা ও কাহিনী"। www.onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুুুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।