কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশন
অবয়ব
কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশন | |
---|---|
দেশ | ভারত |
অবস্থান | কাহালগাঁও, ভাগলপুর, বিহার |
স্থানাঙ্ক | ২৫°১৪′২৪″ উত্তর ৮৭°১৫′৫৩″ পূর্ব / ২৫.২৪০০০° উত্তর ৮৭.২৬৪৭২° পূর্ব |
অবস্থা | সক্রিয় |
কমিশনের তারিখ | ১৯৯২ |
নির্মাণ ব্যয় | ৭৯০৭.৩৫ কোটি[১] |
মালিক | এনটিপিসি লিমিটেড |
তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
প্রধান জ্বালানি | কয়লা |
বিদ্যুৎ উৎপাদন | |
কর্মক্ষম একক | ৪ X ২১০ মেগাওয়াট ৩ X ৫০০ মেগাওয়াট |
তৈরি ও মডেল | এলএমজেড ইলেক্টোরসিলা ভেল ট্রান্সকন ইন্ডাস্ট্রিজ |
নামফলক ধারণক্ষমতা | ২,৩৪০ মেগাওয়াট |
কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশনটি বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁওয়ে গড়ে উঠেছে। এটি একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি ভারত সরকারের অধীনস্থ সংস্থা এনটিপিসি লিমিটেড দ্বারা পরিচালনা করা হয়।[২] বিদ্যুৎ কেন্দ্রটি ১৯৯২ সালে চালু হয়।
জ্বালানি
[সম্পাদনা]বিদ্যুৎ কেন্দ্রটিতে জ্বালানি হিসাবে মহানদী কয়লা ক্ষেত্রের কয়লা ব্যবহার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য মহানদী কোল ফিল্ডস লিমিটেডের সঙ্গে সংস্থার জ্বালানি সরবরাহ চুক্তি রয়েছে।
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]বিদ্যুৎ কেন্দ্রটির মোট ২,৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। কেন্দ্রটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বিশিষ্ট ২ টি ইউনিট এবং ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বিশিষ্ট ৩ ইউনিট নিয়ে গঠিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Coal Based Power Stations | NTPC"। ৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২।
- ↑ PTI Apr 4, 2013, 08.10PM IST। "Power generation shutdown looms at NTPC Kahalgaon plants"। The Economic Times। মার্চ ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২।