তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র

স্থানাঙ্ক: ২০°৫৪′৩৭″ উত্তর ৮৫°১২′২৪″ পূর্ব / ২০.৯১০২৮° উত্তর ৮৫.২০৬৬৭° পূর্ব / 20.91028; 85.20667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র
মানচিত্র
টালচার তাপ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান
দেশভারত
অবস্থানতালচের, অনুগুল জেলা
স্থানাঙ্ক২০°৫৪′৩৭″ উত্তর ৮৫°১২′২৪″ পূর্ব / ২০.৯১০২৮° উত্তর ৮৫.২০৬৬৭° পূর্ব / 20.91028; 85.20667
অবস্থাপরিচালনাগত
কমিশনের তারিখফেব্রুয়ারি ১৯৬৮; ৫৬ বছর আগে (1968-02)
মালিকএনটিপিসি
তাপ বিদ্যুৎ কেন্দ্র
প্রধান জ্বালানিকয়লা
বিদ্যুৎ উৎপাদন
কর্মক্ষম একক৪ × ৬০ মেগাওয়াট
২ × ১১০ মেগাওয়াট
নামফলক ধারণক্ষমতা৪৬০ মেগাওয়াট

তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ওড়িশা রাজ্যের অনুগুল জেলার তালচের মহকুমায় অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটি এনটিপিসির অন্যতম কয়লাভিত্তিক কেন্দ্র। মহানদী কয়লফিল্ডস লিমিটেডের জগন্নাথ খনি থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা সরবরাহ করা হয়। কেন্দ্রটির জলের উৎস ব্রাহ্মণী নদী। এই বিদ্যুৎকেন্দ্রটি রাজ্যের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েও দেশের সেরা বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে স্থান পেয়েছে। এটি গত ৪ বছর ধরে ধারাবাহিকভাবে এনটিপিসিতে শীর্ষস্থান অর্জন করে এবং ২০১৫-১৬ সালেও দেশের শীর্ষ বিদ্যুৎ কেন্দ্র (পিএলএফ দ্বারা) ছিল।[১] ২৩ নভেম্বর ২০১৬ সালে, টিটিপিএস একক দিনে দেশের সমস্ত বিদ্যুৎকেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন অর্জন করে, যার পরিমাণ ছিল ১০৪.১৩% পিএলএফ।[২][৩]

ক্ষমতা[সম্পাদনা]

  • ৬০ মেগাওয়াটের ৪ টি ইউনিট।
  • ১১০ মেগাওয়াটের ২ টি ইউনিট।

মোট ক্ষমতা ৪৬০ মেগাওয়াট

এই বিদ্যুৎকেন্দ্রটি ওড়িশা রাজ্য বিদ্যুৎ বোর্ডের থেকে এনটিপিসি দ্বারা ১৯৯৫ সালের ৩ জুন গৃহীত হয়।

সম্প্রসারণ[সম্পাদনা]

টিটিপিএস-এর সম্প্রসারণ ২০১৩ সাল আলোচনায় আসে। বিদ্যুৎ কেন্দ্রের "কর্ম জীবন" ২০০২ থেকে ২০২৩ পর্যন্ত বাড়ানোর জন্য ইতোমধ্যে একবার সংস্কার করা হয়েছে। তবে আরও সংস্কারের পরিবর্তে রাজ্য সরকার এবং এনটিপিসি ব্যবস্থাপনায় ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা বিদ্যুৎ কেন্দ্রে মোট ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করবে। সম্প্রসারণের পরে বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত ক্ষমতা ১,৭৮০ মেগাওয়াট হবে। যদিও টিটিপিএস কেন্দ্রের নিকটবর্তী এনটিপিসি কানিহা কেন্দ্রের একযোগে সম্প্রসারণ পরিকল্পনার কারণে কয়লা সংযোগ এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়াটি মসৃণ হয়নি, তবে ২০১৭ সালের শেষদিকে কাজটি শুরু করার কথা বলা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. PrameyaNews7। "NTPC top boss urges employees to maintain performance momentum"। ২০১৬-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৩ 
  2. "NTPC- Talcher Thermal achieves highest generation in a single day"The Economic Times। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৫ 
  3. India, Press Trust of (২০১৬-১১-২৪)। "NTPC'S Talcher plant achieves highest generation in a day"Business Standard India। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]