কালীনাথ রায়
কালীনাথ রায় | |
---|---|
জন্ম | ১৮৭৮ |
মৃত্যু | ৯ ডিসেম্বর, ১৯৪৫ |
আন্দোলন | ভারতীয় জাতীয়তাবাদ |
কালীনাথ রায় (জন্ম: ১৮৭৮, যশোহরে ― মৃত্যু: ৯ ডিসেম্বর, ১৯৪৫) একজন জাতীয়তাবাদী সাংবাদিক।
স্বদেশী আন্দোলনে
[সম্পাদনা]কলকাতার স্কটিশ চার্চ কলেজে এফ.এ পড়ার সময়েই স্বদেশী আন্দোলনে যোগ দেন এবং কলেজ ত্যাগ করেন।
সাংবাদিকতা
[সম্পাদনা]রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 'বেঙ্গলী' পত্রিকার সহ সম্পাদক নিযুক্ত হন। ১৯১১ সালে লাহোরের 'দি পাঞ্জাবী' পত্রিকায় সম্পাদকের পদ এবং ১৯১৫ তে 'দি ট্রিবিউন' পত্রিকার সম্পাদক হয়ে টানা ত্রিশ বছর কাজ করেছেন। তিনি ভারতের সাংবাদিক মহলে বিশেষ খ্যাত ছিলেন। সাংবাদিক জগতের প্রবাদপুরুষ রামানন্দ চট্টোপাধ্যায়ের সাথেই তার নাম উচ্চারিত হতো[১]
কারাদণ্ড
[সম্পাদনা]১৯১৯ এর ১৩ এপ্রিল কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটলে তার প্রতিবাদে প্রবন্ধ রচনা করার জন্যে সামরিক আইনে তার দুই বছর সশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা হয়। তার হয়ে মামলা লড়তে স্বতপ্রবৃত্ত হয়ে এগিয়ে আসেন লাহোরের বাঙালী উকিল সুধীর মুখোপাধ্যায়। তার এই কারাদণ্ডের ঘটনার বাংলার জনমানসে আলোড়ন সৃষ্টি করে। তার মামলা (কালীনাথ রায় ভার্সেস কিং এম্পেরর) পরিচালনার জন্যে অর্থ সংগৃহীত হতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের চেষ্টায় আট মাস পরে মুক্তি পান।[২]
গণিতবিদ ও রাশিবিজ্ঞানী সমরেন্দ্রনাথ রায় তার পুত্র।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাঙালীর মুক্তির সন্ধান তার মধ্যে"। আনন্দবাজার পত্রিকা। ১১.০৪.১৬। সংগ্রহের তারিখ ১৮.১২.১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ প্রমথ খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৮৮। আইএসবিএন 81-85626-65-0।
- ↑ Indo American mathematician। "Samarenranath Roy"। wikipedia। সংগ্রহের তারিখ 28.12.16। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
- ১৮৭৮-এ জন্ম
- ১৯৪৫-এ মৃত্যু
- ভারতীয় জাতীয়তাবাদী
- ২০শ শতাব্দীর ভারতীয় সাংবাদিক
- স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় ম্যাগাজিন সম্পাদক
- বাঙালি সাংবাদিক
- ২০শ শতাব্দীর বাঙালি
- ১৯শ শতাব্দীর বাঙালি
- বাঙালি হিন্দু
- ভারতীয় লেখক
- ভারতীয় পুরুষ লেখক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ১৯শ শতাব্দীর ভারতীয় লেখক
- ১৯শ শতাব্দীর ভারতীয় সাংবাদিক
- ভারতীয় সাংবাদিক
- ভারতীয় সম্পাদক
- যশোর জেলার ব্যক্তি
- বাঙালি লেখক
- পশ্চিমবঙ্গের সাংবাদিক