বিষয়বস্তুতে চলুন

কাল নাগিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কালনাগিনী থেকে পুনর্নির্দেশিত)

Chrysopelea ornata
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Reptilia
বর্গ: Squamata
উপবর্গ: Serpentes
পরিবার: Colubridae
উপপরিবার: Colubrinae
গণ: Chrysopelea
প্রজাতি: C. ornata
দ্বিপদী নাম
Chrysopelea ornata
(Shaw, 1802)
কাল নাগিনী সাপ

কাল নাগিনী বা কালনাগ এক ধরনের সাপ[][][] এরা লাফিয়ে অনেক দূর পর্যন্ত গ্লাইডিং করতে পারে।

বর্ণনা

[সম্পাদনা]
কাল নাগিনী

উপপ্রজাতি

[সম্পাদনা]

এই সাপের তিনটি উপপ্রজাতি আছেঃ

  • Chrysopelea ornata ornata ( দক্ষিণ পশ্চিম ভারতে প্রাপ্ত)
  • Chrysopelea ornata ornatissima (বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াতে প্রাপ্ত)
  • Chrysopelea ornata sinhaleya (শ্রীলংকাতে পাওয়া যায়)

সাধারণ নাম

[সম্পাদনা]
  • ইংরেজি - গোল্ডেন ট্রি স্নেক, গ্লাইডিং স্নেক, অর্নেট ফ্লাইয়িং স্নেক, গোল্ডেন ফ্লাইয়িং স্নেক, সোনালি এবং কাল গাছ সাপ,[] উড্ডুক্কু গাছ সাপ[]
  • হিন্দি - কালা জিন
  • সিংহলি ভাষা - পোল-মাল-কারওয়ালা, মাল কারাওয়ালা
  • জার্মান - Gelbgrüne Schmuckbaumnatter, Gewöhnliche Schmuckbaumnatter.
  • বাংলা - কালনাগিনী (Kaalnagini), উড়ন্ত সাপ, উড়াল মহারাজ সাপ, সুন্দরী সাপ, কালসাপ, কালনাগ
  • Konkani - Naneto
  • Nepali Name - Seerise
সবুজাভ কালনাগিনী

এরা সাধারণত সবুজাভ হলুদের মাঝে লাল ও কালো ডোরাকাটা দাগযুক্ত হয়ে থাকে।

এরা আকারে ছোট হয়। এরা ২-৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ হাল্কা ও এরা ভাল গাছ বাইতে পারে।

এরা সামান্য বিষধর, তবে সেই বিষ মানুষের কোন ক্ষতি করে না। এরা কলুব্রিড জাতীয় সাপ। তাই এটি নিরাপদ একটি সাপ।

স্বভাব ও প্রজনন

[সম্পাদনা]

স্বভাব

[সম্পাদনা]

এরা দিবাচর। এরা শান্ত স্বভাব এর সাপ। এগুলো লাজুক প্রকৃতির, দ্রুত চলতে পারে এবং ভয় পেলে পালাবে এমন স্বভাবের তবে বেশি বিরক্ত হলে কামড়াতে পারে। এরা সহজে কামড়ায় না। তাই সাপুড়েরা এদের সহজেই খেলা দেখাতে পারে। এরা ছোট জাতের গিরগিটি, বাদুড়, ইদুর খায়। পাশাপাশি পাখির ডিম এবং ছোট কীটপতঙ্গও খায়। শিকার করার পূর্বে শিকারকে এরা দীর্ঘক্ষন অনুসরণ করে। পরে ঘাড়ের দিকে কামড়ে শিকার ধরে।

প্রজনন

[সম্পাদনা]

এরা যখন ১ মিটার বা ৩.৩ ফিট এর মত লম্বা হয়, তখন থেকে এরা বয়োঃপ্রাপ্ত হয়। এরা সর্বোচ্চ ১১.৫ থেকে ১৩০ সেমি বা .৩৮ থেকে ৪.২৭ ফুট লম্বা হয়।

বাসস্থান

[সম্পাদনা]

বাংলাদেশ, ভারত, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের জঙ্গলে এদের পাওয়া যায়।

আরও পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Daniels,J. C. (2002) The Book of Indian Reptiles and Amphibians, BNHS & Oxford University Press, Mumbai, pp 106–107.
  2. Ecology Asia - Snakes of Southeast Asia: page on Golden Tree Snake[১].
  3. Encyclopædia Britannica online [২] Accessed 07 Sep 2007
  4. Snakes of Sri Lanka website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৪-১৬ তারিখে
  5. "Mangrove flora and fauna of Sungei Buloh Nature Park, Singapore"। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯