বিষয়বস্তুতে চলুন

কার্ল স্পিটেলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্ল ফ্রেডরিক গিয়োর্গে স্পিটেলার
জন্ম(১৮৪৫-০৪-২৪)২৪ এপ্রিল ১৮৪৫
লিস্টাল, সুইজারল্যান্ড
মৃত্যু২৯ ডিসেম্বর ১৯২৪(1924-12-29) (বয়স ৭৯)
লুসার্ন, সুইজারল্যান্ড
পেশাকবি
ভাষাজার্মান
শিক্ষাবাসেল বিশ্ববিদ্যালয়
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার
১৯১৯

কার্ল ফ্রেডরিক গিয়োর্গে স্পিটেলার (২৪ এপ্রিল ১৮৪৫ - ২৯ ডিসেম্বর ১৯২৪) হলেন একজন সুইস কবি যিনি ১৯১৯ সালে "তার মহাকাব্য অলিম্পিয়ান স্প্রিং এর বিশেষ প্রশংসায়" সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । তার রচনায় নৈরাশ্যবাদ এবং বীরত্ব উভয়ই ধরণের কবিতাই অন্তর্ভুক্ত।

জীবনী[সম্পাদনা]

স্পিটেলার লিস্টালে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা সরকারের একজন কর্মকর্তা ছিলেন, যিনি ১৮৪৯ হতে ১৮৫৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থসচিব ছিলেন। তরুণ স্পিটেলার তার শিক্ষকদের সাথে বাসেলের জিমনেসিয়ামে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ফিলোলজিস্ট উইলহেম ওয়াকারনাগেল এবং ইতিহাসবিদ জ্যাকব বার্কহার্ট

সাহিত্য রচনা[সম্পাদনা]

স্পিটেলার ১৮৮১ সালে প্রমিথিউস এবং এপিমিথিউসের পৌরাণিক কাহিনীর মাধ্যমে আদর্শ এবং মতবাদের মধ্যে বৈপরীত্য প্রকাশ করে কার্ল ফেলিক্স ট্যান্ডেম ছদ্মনামে রূপক গদ্য কবিতা প্রকাশ করেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ১৯০১-১৯২৫