কায়সার (সিজার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কায়সার (আরবি: قيصر) হল সিজার নামের আরবি সংস্করণ এবং এটি আরবে একটি নাম হিসাবে ব্যবহৃত হয়। প্রাচীন রোমান সম্রাট এবং আধুনিক রোমান সাম্রাজ্যের তথা বাইজেন্টাইন সম্রাটদেরকে আরব এবং পারস্যের লোকেরা কায়সার-ই-রুম (রোমের সিজার) নামে ডাকত। ২৯ মে, ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল তথা আধুনিক ইস্তাম্বুল জয় করার পর সুলতান মেহমেদ আলফাতিহ কায়সার-ই-রোম উপাধি গ্রহণ করেন। তার পরবর্তী অন্যান্য উসমানী খলিফাগণও উক্ত উপাধী ধারণ করেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]