কনস্টান্টিনোপল

স্থানাঙ্ক: ৪১°০০′৫০″ উত্তর ২৮°৫৭′২০″ পূর্ব / ৪১.০১৩৮৯° উত্তর ২৮.৯৫৫৫৬° পূর্ব / 41.01389; 28.95556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনস্টান্টিনোপল
গ্রিক: Κωνσταντινούπολις
লাতিন: Constantinopolis
Byzantine Constantinople-en.png
কনস্টান্টিনোপলের মানচিত্র, যা বর্তমানে ইস্তাম্বুল শহরের ফাতিহ জেলার অন্তর্ভুক্ত
বিকল্প নামবাইজান্টিওন (পুরাতন গ্রীক নাম), নোভা রোমা ("নতুন রোম"), মিকলাগার্ড/মিকলাগার্থ (প্রাচীন নর্স), সারিগ্রাদ (স্লাভীয়), কুস্তান্তিনিয়া (আরবি), বেসিলেয়ুসা ("শহরের রানী"), মেগালোপোলিস ("মহান শহর"), Πόλις ("শহর"), কনস্টান্টিনিয়ে (উসমানীয় তুর্কি), ইস্তাম্বুল (তুর্কি)
অবস্থানফাতিহ, ইস্তাম্বুল, তুরস্ক
অঞ্চলমারমারা অঞ্চল
স্থানাঙ্ক৪১°০০′৫০″ উত্তর ২৮°৫৭′২০″ পূর্ব / ৪১.০১৩৮৯° উত্তর ২৮.৯৫৫৫৬° পূর্ব / 41.01389; 28.95556
ধরনসাম্রাজ্যিক শহর
যার অংশ
এলাকা
  • কনস্ট্যান্টিনীয় প্রাচীরের মধ্যে আবদ্ধ ৬ কিমি (২.৩ মা)
  • থিওডোসীয় প্রাচীরের মধ্যে আবদ্ধ ১৪ কিমি (৫.৪ মা)
ইতিহাস
নির্মাতামহান কন্সট্যান্টাইন
প্রতিষ্ঠিত১১ মে ৩৩০
সময়কালধ্রুপদী সভ্যতার পর থেকে মধ্যযুগের শেষ পর্যায়
সংস্কৃতি

কনস্টান্টিনোপল (গ্রিক: Κωνσταντινούπολις Konstantinoúpolis or Κωνσταντινούπολη Konstantinoúpoli; লাতিন: Constantinopolis; উসমানীয় তুর্কি: قسطنطینیه, Kostantiniyye; এবং আধুনিক তুর্কি: İstanbul) শহরটি ছিল রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, লাতিন সাম্রাজ্যউসমানীয় সাম্রাজ্যের রাজধানী। ৩২৪ খ্রিষ্টাব্দে সম্রাট কন্সটান্টাইন এটিকে নিজ রাজধানীতে পরিণত করেন।[১] তার নামে এটির নামকরণ করা হয় ও ৩৩০ এর ১১ মে উৎসর্গিত হয়।[১] ১২ শতকে[২] এটি ইউরোপের সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা ধনী শহর ছিল।[৩]

নামকরণ[সম্পাদনা]

কনস্টান্টিনোপলের পূর্বনাম ছিল বাইজান্টিয়াম। সম্রাট কন্সটান্টাইন যখন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী সরিয়ে আনেন তখন এই শহরের নামকরণ করেন কনস্টান্টিনোপল যার অর্থ কন্সটান্টাইনের শহর। পরবর্তীতে ফাতিহ সুলতান মুহাম্মদ কন্স্টান্টিনোপল জয় করে, এর নাম পরিবর্তন করে রাখেন "ইস্তাম্বুল" (মতান্তরের "ইসলামবুল", অর্থাৎ ইসলামের শহর) এ নামটিই এখনো ব্যবহৃত হচ্ছে।

ইতিহাস[সম্পাদনা]

সম্রাট কন্সটান্টাইনের সময়ের বহু আগে থেকেই এই শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি ছিল ভূমধ্যসাগরকৃষ্ণসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী বসফরাস প্রণালীর তীরে অবস্থিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে মেগাররা এখানে চালসেডন(Chalcedon) নামে একটি শহর স্থাপন করে। এটি অবস্থিত ছিল বসফরাসের অপর পারে। পরবর্তীতে মেগারদের এক গোত্রপ্রধান বাইজাস এর নামে বাইজান্টিয়াম শহরটি স্থাপিত হয়। এই বিষয়ে হেরোডোটাস থেকে শুরু করে অনেক গ্রিক ও রোমান ইতিহাসবিদ অনেক তথ্য রেখে গেছেন।

দীর্ঘকাল ধরে এই শহরের মূল গুরুত্ব ছিল বাণিজ্যবন্দর হিসেবে। দ্বিতীয় শতকের শেষ দিকে সম্রাট সেপ্তিমিয়াস সেভারাস তার প্রতিদ্বন্দ্বী পেসিনিয়াস নিগারকে হারানোর পর এই শহরের অনেক ক্ষতি সাধন করেন। কন্সটান্টাইন যখন রোমান সাম্রাজ্যের নতুন রাজধানীর জন্য জায়গা অনুসন্ধান করছিলেন তখন শুরুতে আরও অন্যান্য শহরের কথাও চিন্তা করেছিলেন। ৩২৪ খ্রিষ্টাব্দেও এটি গ্রামের মত ছিল। অনেকটা হঠাৎ করেই তিনি এখানে রাজধানী স্থাপন করেন। খ্রিষ্টান ঐতিহাসিকগণ অলৌকিক প্রভাবের কথা বলেছেন।

রাজধানী হবার পরই এই শহরের অভুতপুরব উন্নতি ঘটে। চতুর্থ শতকের শুরুতে এখানে দুই লক্ষাধিক লোক বাস করত। পূর্ব রোমান সাম্রাজ্য যতদিন গুরুত্বপূর্ণ ছিল ততদিন এই শহরও জৌলুশময় ছিল। কিন্তু ১২০৪ সালে চতুর্থ ক্রুসেডের সময় ক্রুসেডাররা এই শহরের ব্যাপক ক্ষতি করে। পরবর্তী ২০০ বছর এই শহর অধঃপতনের দিকেই ছিল। তবে খ্রিষ্টান ধর্মের একটি প্রধান শহর হিসেবে এর গুরুত্ব সবসময়ই ছিল। এই শহরের প্রতিরক্ষা পদ্ধতিও ছিল অত্যন্ত দৃঢ়। তাই আরব ও তুর্কিরা বহু শতাব্দী ধরে চেষ্টা করেও এই শহর জয় করতে পারেন নি। মুহাম্মাদ(সাঃ) এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ১৪৫৩ সালে ফাতিহ সুলতান মুহাম্মদ এই শহরটি জয় করার মাধ্যমে ১১০০ বছরের খ্রিষ্টীয় রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং তিনি এটিকে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন।[৪][১]

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constantinople" in The Oxford Dictionary of Byzantium, Oxford University Press, Oxford, 1991, p. 508. আইএসবিএন ০-১৯-৫০৪৬৫২-৮
  2. Rosenberg, Matt. "Largest cities through history." About.com.
  3. Pounds, Norman John Greville. An Historical Geography of Europe, 1500–1840, p. 124. CUP Archive, 1979. আইএসবিএন ০-৫২১-২২৩৭৯-২.
  4. Alexander, Vasiliev। History of the Byzantine Empire, 324-1453 

বহিঃসংযোগ[সম্পাদনা]