বিষয়বস্তুতে চলুন

কামরুল হাসান খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামরুল হাসান খান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য
কাজের মেয়াদ
২৪ মার্চ ২০১৫ – ২৩ মার্চ ২০১৮
পূর্বসূরীপ্রাণ গোপাল দত্ত
উত্তরসূরীকনক কান্তি বড়ুয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-03-12) ১২ মার্চ ১৯৫৫ (বয়স ৬৯)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
আত্মীয়স্বজনমামুনুর রশীদ (ভাই)

কামরুল হাসান খান একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য[][]

শিক্ষা ও কর্মজীবন

[সম্পাদনা]

অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান খান টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাশ করেন এবং ১৯৭৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।এরপরে তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসাবে সরকারী চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে আইপিজিএমআর যোগদান করেন। ১৯৯৪ সালে আইপিজিএমআর (বর্তমানে বিএসএমএমইউ) থেকে প‌্যাথলজি তে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। উপাচার্য হওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান খান ১৯৫৫ সালের ১২ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ হারুনুর রশিদ খান ছিলেন পোস্ট মাষ্টার মা রোকেয়া খানম গৃহিণী। স্ত্রী অধ্যাপক ডা. মাসুদা বেগম বিএসএমএমইউর হেমাটোলজি ও পরবর্তীতে মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। কামরুল হাসান খানের পূর্বপুরুষদের সূত্রপাত টাঙ্গাইল থেকে। খানের বড় ভাই মামুনুর রশিদ একজন নাট্যকার ও নাট্যকর্মী।[][]

গবেষণা ও সামাজিক কাজ

[সম্পাদনা]

কামরুল ১৯৯৯ সাল থেকে ২০১৫ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ‘Effects Of Topical Application of Ethylene Glycol on Rats’ শিরোনামে একটি গবেষণা করেছন। খান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দুবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বিসিএস কেন্দ্রীয় সমন্বয় পরিষদের (২৬ ক্যাডার) সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ও প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচির কার্যকরী পরিষদের সদস্য, কেন্দ্রীয় ইন-সার্ভিস ট্রেনি চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সন্ধানীর আজীবন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BSMMU gets new VC"The Daily Star। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০১৭ 
  2. "Dr Kanak Kanti Barua new BSMMU VC | Dhaka Tribune"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৭ 
  3. "Govt appoints Kamrul Hassan Khan as new VC of BSMMU"bdnews24.com। মার্চ ২৪, ২০১৫। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০১৭ 
  4. "বিএসএমএমইউ কামরুল হাসান খান নতুন উপাচার্য"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯